দেশ ব্রেকিং নিউজ

Lightning Death: বিহারে বজ্রপাতে মৃত ১৭

অতিবর্ষণের জেরে বেহাল পরিস্থিতি উত্তরবঙ্গের। তারই মধ্যে বিহারে বাজ পড়ে মৃত্যু হয়েছে ১৭ জনের। মৃতদের অধিকাংশ কৃষক বলেই জানা গিয়েছে। গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন তিনি। একইসঙ্গে খারাপ আবহাওয়াতে বিহারের সকল মানুষকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছেন তিনি৷ মৃতদের অধিকাংশ কৃষক বলেই জানা গিয়েছে।

গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কার্যত নাজেহাল উত্তরবঙ্গ। বিপদ সঙ্কেতের ওপর দিয়ে বইছে তিস্তা। পিছিয়ে নেই জলঢাকাও। বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তিস্তা সহ ডুয়ার্সের বিভিন্ন নদীতে ভাঙন দেখা দিয়েছে। নষ্ট হয়েছে চাষের জমি। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।

শনিবার রাত থেকে প্রবল বৃষ্টিতে ভিজছে বিহারের বিভিন্ন প্রান্ত। ওইদিন রাতে ভারী বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে দেখা যায়। ব্যাহত হয় যান চলাচল। একাধিক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়। একটি টুইট করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানান, এই বজ্রাঘাতে যে ১৭ জন নিহত হয়েছেন তাঁরা ভাগলপুর, বৈশালীত, খাগাড়িয়া, কাটিহার, সহরসা, মাধেপুরা, মুঙ্গের ও বাঙ্কারের বাসিন্দা। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নীতিশ।