দেশ ব্রেকিং নিউজ

আগুনে পুড়ে মৃত ১৮ কোভিড রোগী

দিল্লি এবং মহারাষ্ট্রে অগ্নিকাণ্ডের ঘটনা গত সপ্তাহে বেশ কয়েকবার ঘটেছে। এবার ঘটল গুজরাতে। সেখানকার একটি কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন লাগার ফলে মারা গিয়েছেন ১৮ জন রোগী। গভীর রাতে আইসিইউতেই আগুনে পুড়ে মারা গেলেন ১৮ জন করোনা রোগী। স্ট্রেচারে, বেডে পড়ে রয়েছে অগ্নিদগ্ধ দেহ। মর্মান্তিক এই ঘটনা গুজরাতের ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে।
চারতলা বিশিষ্ট ওই বেসরকারি হাসপাতালে রাত ১টার সময় যখন আগুনটা লাগে। তখন অন্তত ৫০ জন কোভিড রোগী ভর্তি ছিলেন। দমকলকর্মী এবং স্থানীয়রা উদ্ধার কাজে হাত লাগান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের। পরে আরও ৬ জন প্রাণ হারান। এক আধিকারিক জানান, রাতে হাসপাতাল বহুতলের কোভিড ওয়ার্ডে আগুন লাগে। ৫০ জন অন্য রোগীদের উদ্ধার করেন স্থানীয়রা ও দমকলকর্মীরা। আগুনে পুড়ে ও ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। বাকি ৬ জনের মৃত্যুর কারণ জানা যায়নি।
আহমেদাবাদ থেকে ১৯০ কিমি দূরে ভারুচ–জাম্বুসার হাইওয়ের উপর অবস্থিত ওই কোভিড হাসপাতাল। কী কারণে আগুন লাগার ঘটনা তা এখনও জানা যায়নি। স্থানীয় এক আধিকারিক জানিয়েছেন, ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অসুস্থ ৫০ জন রোগীদের উদ্ধার করে অন্য হাসপাতালে সরানো হয়েছে। কী ভাবে আগুন লেগেছে, তা এখনও নিশ্চিত করা যায়নি। তবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটে থাকতে পারে। যে সব রোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তাঁদের কাছাকাছি অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।