দেশ ব্রেকিং নিউজ

এক অধিবেশনেই ১৭ জন আক্রান্ত

বাদল অধিবেশনের প্রথম দিনেই ১৭ জন সাংসদের শরীরে মিলল করোনার সংক্রমণ। এই ঘটনায় জাতীয় রাজনীতির অলিন্দে জোর চর্চা শুরু হয়েছে। বাকি সাংসদরা আতঙ্কিত হয়ে পড়েছেন বলে খবর। এমনকী সেই তালিকায় রয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষি লেখি, অনন্তকুমার হেগড়ে এবং প্রবেশ সাহিব সিং–ও। দিল্লি জুড়ে এক চাপা আতঙ্ক তৈরি হয়েছে। এরপরও কী বাকি ১৮ দিন অধিবেশন চলবে?‌ উঠছে প্রশ্ন।
করোনার জেরে অধিবেশন পিছিয়ে দিয়ে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। ভাইরাস ঠেকাতে একাধিক ব্যবস্থাও নেওয়া হয়। সংসদে এদিন উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন সাংসদ এবং দর্শকের গ্যালারিতে বসেছিলেন প্রায় ৩০ জন। অধিবেশন চলাকালীন একে–অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। কিন্তু তারপরও ঠেকানো গেল না করোনা সংক্রমণ।
সংসদ কক্ষে সোমবার প্রত্যেক সাংসদের বাধ্যতামূলক কোভিড–১৯ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল। তাতেই প্রথমদিনেই ১৭ জন সাংসদের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। তাঁদের মধ্যে ১২ জন বিজেপি’‌র, দু’‌জন ওয়াইএসআর কংগ্রেসের। আর শিবসেনা, ডিএমকে এবং আরএলপি’‌র এক জন করে সাংসদ।