বিনোদন ব্রেকিং নিউজ

১৬ই জুন মুক্তি -‘আদিপুরুষ’

আগামী ১৬ই জুন মুক্তি পেতে চলেছে আদিপুরুষ। আর এই ছবি মুক্তি পাওয়ার আগেই অসম্ভব সারা জাগিয়েছে ভক্তমহলে। মুক্তির আগেই প্রায় ৮৫ শতাংশ টাকা আদায় করে নিয়েছে আদিপুরুষ। তাছাড়াও ছবি মুক্তির এক সপ্তাহ আগেই তেলেঙ্গানায় বিনামূল্য বিক্রি হল প্রায় দশ হাজার টিকিট। এখনও পর্যন্ত প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। রবিবার ‘পিভিআর’ ও ‘আইনক্স’-এ ৭ হাজার টিকিট বিক্রি হয়েছে। অন্যদিকে সিনেপলিসে বিক্রি হওয়া টিকিটের পরিমাণ ৩৬০০।

সূত্র মারফত জানা গিয়েছে, এই আদিপুরুষ সিনেমার পাশে এসে দাঁড়িয়েছেন কাশ্মীর ফাইলস এর অন্যতম প্রযোজক অভিষেক আগরওয়াল। তেলেঙ্গানার মানুষদের বিনামূল্যে ১০ হাজারটি টিকিট বিতরনের সিদ্ধান্ত তারই নেওয়া।

এত বিতর্কের পরেও সমস্ত মানুষের কাছে যেন এই ছবিটি পৌঁছে যায় এবং সাফল্য অর্জন করে, এই উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু, বিনামূল্যে টিকিট পাওয়ার কয়েকটি শর্তও তিনি রেখেছেন। যা শুধুমাত্র রাজ্যের সরকারি স্কুলের পড়ুয়া, বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমের সদস্যদের জন্যই বরাদ্দ থাকছে বলে তিনি জানান। এমনকী বলিউড অভিনেতা রণবীর কাপুর আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের উদ্দেশ্যে প্রায় দশ হাজারটি টিকিট ক্রয় করতে চলেছেন। এমনটাই খবর পাওয়া যায় বাণিজ্য-বিশারদ তরণ আদর্শ-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে।