দেশ লিড নিউজ

রেকর্ড ‘জিডিপি’ বৃদ্ধির মধ্যেই অগষ্টে কাজ হারালেন ১৬ লক্ষ!

করোনার ধাক্কায় বেহাল বিশ্ব অর্থনীতি। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছিল ভারতে। এই সময়ে দেশে দাবানলের মতো বাড়ছে বেকারত্বের হার। কিন্তু জুলাই মাসের শেষ দিকে কেন্দ্রীয় সরকার দাবি করে, দেশের জিডিপি-তে রেকর্ড বৃদ্ধি হয়েছে, আবার জিএসটি সংগ্রহের হারও ইতিবাচক। ফলে ভারতের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। এই দাবির পরই এক ভয়াবহ তথ্য সামনে এল সাম্প্রতিক সমীক্ষায়। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি (CMIE) সম্প্রতি তাদের সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে। আর তাতেই জানা গেল শুধুমাত্র অগষ্ট মাসেই ভারতে কাজ হারিয়েছেন প্রায় ১৬ লক্ষ মানুষ।

CMIE-এর সমীক্ষায় জানা যাচ্ছে, জুলাই মাসে দেশে বেকারত্বের হার ছিল ৬.৯৫ শতাংশ। যা অগষ্ট মাসে বেড়ে দাঁড়িয়েছে ৮.৩২ শতাংশে। শুধু শহরাঞ্চলে বেকারত্বের হার ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৭৮ শতাংশে। আর গ্রামাঞ্চলে সেটা ১.৩ শতাংশ বেড়ে হয়েছে ৭.৬৪ শতাংশে। জুলাই মাসে যা ছিল ৬.৩৪ শতাংশ।

সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি আরও জানিয়েছে, গোটা দেশে কর্মসংস্থানের সংখ্যায় বিপুল ধস নেমেছে। জুলাই মাসে যেখানে কর্মসংস্থানের সংখ্যা ছিল ৯.৯ কোটি, সেখানে মাত্র এক মাসেই কমে হয়েছে ৭.৭ কোটি। এই সময়ে শুধুমাত্র গ্রামাঞ্চলেই কাজ হারিয়েছেন প্রায় ১৩ লক্ষ মানুষ। এটা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। প্রবীন এই বিজেপি নেতা এই বেকারত্বের হার নিয়ে প্রশ্ন তুলেছেন। একটি টুইটে তিনি দাবি করেছিলেন, অগষ্ট মাস পর্যন্ত দেশে কাজ হারিয়েছেন প্রায় ১.৬ মিলিয়ন মানুষ। রেকর্ড জিডিপি বৃদ্ধি সত্বেও অগষ্টে রেকর্ড বেকারত্বের হার বেড়ে যাওয়া যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।