করোনা সংক্রমনের রিপোর্ট

লকডাউনেও রাজ্যে কমেনি দৈনিক মৃতের সংখ্যা,একদিনে ১৫৭

কলকাতা: রাজ্যে চলছে কার্যত লকডাউন৷ কিন্তু এখনও দৈনিক মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আনা যায়নি৷ গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ১৫৭ জনের৷ এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগণাতেই মৃত্যু হয়েছে ৪৮ জনের৷ দ্বিতীয় স্থানে কলকাতা৷

বুধবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে মৃত্যু হয়েছে ১৫৭ জনের৷এটাই একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড৷ এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ৭৩৩ জনে৷এছাড়া একদিনে  রাজ্যে আক্রান্ত আরও ১৯ হাজার ৬ জন৷ মোট আক্রান্তের সংখ্যা ১১ লক্ষ ৯০ হাজার ৮৬৭ জন৷

তবে রাজ্যে সুস্থতার হার বেড়ে ৮৭.৮১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ১৫১ জন। এপর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন, ১০ লক্ষ ৪৫ হাজার ৬৪৩ জন।

রাজ্যে সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগণা। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন। মৃত্যু হয়েছে আরও ৪৮ জনের।দ্বিতীয় স্থানে শহর কলকাতা। গত ২৪ ঘন্টায় শহরে আক্রান্ত ৩ হাজার ৬১৮ জন।মৃত্যু হয়েছে আরও ৩১ জনের।

অন্যদিকে এদিন আরও কমেছে অ্যাক্টিভ করোনা রোগী সংখ্যা৷ গত ২৪ ঘন্টায় ৩০২ জন কমে সংখ্যাটা দাঁড়াল ১ লক্ষ ৩১ হাজার ৪৯১ জন।এছাড়া একদিনে করোনা টেস্ট হয়েছে ৭০ হাজার ১৩৩ টি৷ তারফলে রাজ্যে মোট টেস্ট হয়েছে ১ কোটি ১৬ লক্ষ ৩৮ হাজার ১৩২ টি৷ এই মুহূর্তে ১১৪ টি ল্যাবরেটরিতে টেস্ট হচ্ছে৷