দেশ ব্রেকিং নিউজ

মোদীর রাজ্যে মর্মান্তিক দুর্ঘটনা

ঘুমন্ত শ্রমিকদের উপর চাপা দিয়ে ছুটে গেল বেপরোয়া ট্রাক। মঙ্গলবার গুজরাটের সুরাটে ঘটে এই দুর্ঘটনা। সুরাটের রাস্তার ধারে ঘুমিয়ে ছিলেন অন্তত ১৮ জন শ্রমিক। দ্রুতগতিতে আসা ট্রাক এইসব শ্রমিকদের ওপর গিয়ে পড়ে। ঘটনাস্থলেই ১৫ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত আরও বেশ কিছুজন। মুখোমুখি দুই ট্রাকের সংঘর্ষের পরই এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মৃত–আহতদের সবাই দিনমজুর। এঁরা রাজস্থানে বাঁশওয়ারের বাসিন্দা বলে খবর। রাস্তার ধারে তাঁরা ঘুমিয়ে ছিলেন। দ্রুতগতিতে আসা আখ বোঝাই ট্র‌্যাক্টর নিয়ন্ত্রণ হারানোয় অপর একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তখন সেই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুমন্ত শ্রমিকদের ওপরে গিয়ে পড়ে। সেখানে ১৮ জনের ওপর শ্রমিক ছিলেন। তাঁর মধ্যে থেকে ১৫ জনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।
এই মর্মান্তিক ঘটনাটি সুরাটের কোসাম্বায় ঘটেছে। পুলিশ সূত্রে খবর, সুরাটের কোসাম্বায় একটি ট্রাকের চাপায় কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই রাজস্থানের বাঁশওয়াদা জেলার বাসিন্দা। সকলেই পরিযায়ী শ্রমিক। লোকসভার স্পিকার ওম বিড়লা মৃতদের পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অফিসের পক্ষ থেকে মৃতদের পরিবারগুলিকে ২ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। এছাড়াও আহতদের পরিবারগুলিকে ৫০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী। সুরাট কামরেজ বিভাগের ডেপুটি সুপার সি এম জাদেজা বলেন, ‘‌আঁখের বোঝা একটি ট্র‌্যাক্টরের সঙ্গে অন্য একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, তারপরে ট্রাকের চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথের উপর চলে যায়।’‌
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের অফিস থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীরভাবে শোকাহত। ভয়াবহ দুর্ঘটনায় সাধারণ মানুষের মৃত্যুতে তিনি শোক ব্যক্ত করেছেন। ভগবানের কাছে মৃতের আত্মার শান্তি কামনা করেছেন শিবরাজ সিং চৌহান। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোর গেহলটও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। রাজস্থানের বাঁশওয়ারার শ্রমিকদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পুলিশ জানায়, মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। বিপুল সংখ্যক পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।