জেলা

বঞ্চিত বাংলার ১৫ লক্ষ চাষী, কেন্দ্রকে তোপ শোভনদেবের

পিএম কিষান সম্মাননিধি যোজনায় রাজ্যের ১৫ লক্ষ কৃষককে বঞ্চিত করার অভিযোগ জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে এই অভিযোগ জানান শোভনদেব।

পিএম কিষানে কৃষকরা তিন কিস্তিতে পান বছরে ৬ হাজার টাকা। বৈঠকে শোভনদেববাবু বলেন, ‘‌রাজ্যের পক্ষ থেকে কেন্দ্রের এই প্রকল্পের জন্য মোট ৪৬ লক্ষ ২০ হাজার কৃষকের নাম পাঠানো হয়েছিল। তার মধ্যে ৩৮ লক্ষ ৫১ হাজার কৃষকের নামে অনুমোদন দিয়েছে কেন্দ্র। কিন্তু তার মধ্যেও মাত্র ২৩ লক্ষ ৭৭ হাজার কৃষককে এক কিস্তির টাকা পাঠানো হয়েছে। ফলে প্রায় ১৫ লক্ষ কৃষককে এক টাকাও এখন দেয়নি কেন্দ্রীয় সরকার।’‌

আবার ৭ লক্ষ ৩ হাজার কৃষককে প্রথম দফায় এবং ২৩ লক্ষ ৭৭ হাজার কৃষককে দ্বিতীয় দফায় টাকা পাঠানো হয়েছে। দু’দফায় মাথাপিছু মোট ৪ হাজার টাকা পাঠানো হয়েছে। ওই বৈঠকে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিভিন্ন রাজ্যের কৃষিমন্ত্রীরা। সেখানে শোভনদেব বলেন, ‘‌খাদ্যশস্য উৎপাদনে পশ্চিমবঙ্গ স্বনির্ভর। ২০১০-১১ সালে কৃষিতে রাজ্যের বাজেট ছিল ১৮০.০৭ কোটি টাকা। ২০২০-২১ অর্থবর্ষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৬০ কোটি টাকা। খাদ্যশস্য উৎপাদের পরিমাণ ২০১০-১১ সালে ছিল ১৪৮ লক্ষ মেট্রিক টন, তা বেড়ে হয়েছে দু’লক্ষ মেট্রিক টন।’