ঘরে বসে লাখ টাকা রোজগার করার পথ দেখাল মোদী সরকার৷ সুযোগ মালামাল হয়ে যাওয়ার৷ আর এই সুযোগ দিচ্ছে খোদ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার৷ আসলে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে ১৫ লক্ষ টাকা জেতার সুযোগ করে দিচ্ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি নতুন প্রতিযোগিতা শুরু করেছে৷ এতে ক্রিয়েটিভ লোগো সরকারের একটি সংস্থার নাম, লোগো, ডিজাইন, আর ট্যাগলাইন দিতে হবে৷ যদি বাছাই করা নাম পছন্দ হয় তাহলে পকেটে ১৫ লক্ষ টাকা৷
সম্প্রতি মাই গভ ইন্ডিয়া থেকে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে৷ এই প্রতিযোগিতায় ১৫ আগস্টের মধ্যে নিজের নামের এন্ট্রি পাঠাতে হবে৷ জেনে নিন কীভাবে? My Gov India নিজের ট্যুইটে নিজের ক্রিয়েটিভ নাম, ট্যাগলাইন, আর লোগো বানাতে হবে৷ প্রতিযোগিতায় ডেভেলপমেন্ট ফাইনেন্সিয়াল ইন্সটিটিউশনের জন্য৷ যে প্রথম পুরস্কার পাবে সে পাঁচ লক্ষ টাকা পাবে৷ একেবারে নগদ পুরষ্কার৷
উল্লেখ্য, ১৫ আগস্টের মধ্যে MyGov.in পোর্টালে গিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে হবে৷ আর খুব বেশি সময় নেই৷ ফলে দ্রুত ভেবে নাম পাঠিয়ে দিতে হবে৷ তারপর সরকার বিজয়ীদের তালিকা ঘোষণা করবে৷ এই প্রতিযোগিতায় অংশ নিতে গেলে আপনাকে সবার আগে mygov.in পোর্টালে যেতে হবে৷ আপনাদের লগইন টু পার্টিসিপেট ট্যাবে ক্লিক করতে হবে৷ সেখানে রেজিস্ট্রেশন ডিটেল দিতে হবে৷ রেজিস্ট্রেশনের পর এন্ট্রি পাঠানো যাবে৷