দেশ ব্রেকিং নিউজ

এপ্রিলে ১৫ দিন বন্ধ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যালেন্ডার মেনে এপ্রিল মাসে মোট ৯ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এছাড়া দ্বিতীয় ও চতূর্থ শনিবার হিসাবে আরও দু’‌দিন এবং চারটি রবিবারের ছুটি তো থাকছেই। রাম নবমী, গুড ফ্রাইডে, বিহু, জগজীবন রামের জন্মবার্ষিকী ও তেলগু নববর্ষ উপলক্ষ্যে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা।
যদিও এর মধ্যে কিছু ছুটি রাজ্য বিশেষে নির্ভরশীল। এছাড়া ১ এপ্রিল অ্যাকাউন্ট ক্লোজিংয়ের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে। হোলির জন্য পর পর চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকছে বিহার রাজ্যে।
চলতি মাসে ৩১ তারিখ অর্থবর্ষের শেষ দিন। সেই কারণে সেই দিন ব্যাঙ্কের স্বাভাবিক পরিষেবা স্থগিত থাকবে।

১ এপ্রিল : বার্ষিক অ্যাকাউন্ট ক্লোজিং

২ এপ্রিল : গুড ফ্রাইডে

৫ এপ্রিল : বাবু জগজীবন রামের জন্মবার্ষিকী

৬ এপ্রিল : তামিলনাড়ু বিধানসভা নির্বাচন

১৩ এপ্রিল : তেলেগু নববর্ষ

১৪ এপ্রিল : আম্বেদকর জয়ন্তী

১৫ এপ্রিল : বাংলা নববর্ষ

১৬ এপ্রিল : বোহাগ বিহু

২১ এপ্রিল : রামনবমী