আগামী ১৫ অগস্টকে কিসান মজদুর আজাদি সংগ্রাম দিবস হিসাবে পালন করবে নয়াদিল্লি সীমানায় আন্দোলনকারী কৃষকরা। দেশজুড়ে তিরঙ্গা হাতে মিছিল করবে কৃষকরা। আজ এই কথা জানিয়ে দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা।
মোট ৪০টি কৃষক সংগঠন নিয়ে তৈরি সংযুক্ত কিসান মোর্চার তরফে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ‘আগামী ১৫ অগস্ট সমস্ত কৃষক ও শ্রমিকরা প্রতিটি ব্লক, তহশিল, জেলার সদর দফতর থেকে কিসান মোর্চা বা ধর্ণা শুরু করবে। সাইকেল, মোটরবাইক, গরুর গাড়ি, ট্রাক্টরে করে এই মিছিল বের করবে। সকলের হাতে তিরঙ্গা থাকবে।’
আন্দোলনকারী কৃষকরা জানান, কৃষি আইনের প্রতিবাদে তাঁরা ওইদিন কোনও পতাকা উত্তোলন করবেন না। বিজেপি নেতা ও তাদের জোটসঙ্গী দলগুলিকেও সমস্ত অনুষ্ঠান থেকে বয়কট করা হবে। বাদল অধিবেশনের শুরু থেকেই নয়াদিল্লির যন্তরমন্তরে কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কিসান সংসদ শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা।
বুধবার তা দশম দিনে পড়েছে। আগামীদিনে বায়ু দূষণ ও বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষিপণ্যে ন্যূনতম সহায়ক মূল্যের গারান্টি নিয়েও বিল পাস করা হবে এই সংসদে। কেন্দ্রের পক্ষ থেকে আইন স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হলেও আইন প্রত্যাহারের দাবিতেই অনড় রয়েছে আন্দোলনকারী কৃষকরা। গত বছরের নভেম্বর মাস থেকেই তারা দিল্লির তিন সীমান্তে আন্দোলন চালিয়ে যাচ্ছে।