১৩টি দেশে ১৪ হাজার ৮০০ ভারতীয়কে দেশে ফেরাতে এবার বিশেষ বিমান পরিষেবা চালু করবে কেন্দ্র। করোনার আবহে যে সমস্ত ভারতীয় ভিন দেশে আটকে পড়েছেন তাঁরা এই বিমানে ফিরবেন। এক সপ্তাহের মধ্যে এই কাজ করবে ভারত। এই অবস্থায় এয়ার লিফট করে বিদেশে আটক ভারতীয়দের ফেরানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি। বৃহস্পতিবার থেকেই শুরু হবে এই মেগা মিশন।
ভারত ৬৪টি বিমান ১৩টি দেশে পাঠাচ্ছে বলে খবর। ৭ মে থেকে এই বিমানের পরিষেবা চালু হবে। সৌদি আরব, ইউকে, ইউএই, ফিলিপিন্স, সিঙ্গাপুর, বাংলাদেশ, কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র, বাহারিন, কুয়েত ,ওমানে আটকে থাকা ভারতীয়দের ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। ১৩টি দেশে আটকে থাকা ১৪,৮০০ ভারতীয়কে ৬৪টি বিমানে করে ফিরিয়ে আনবে ভারত। এছাড়া পশ্চিম এশিয়া এবং মালদ্বীপ থেকে তিনটি জাহাজে করে ফিরিয়ে আনা হবে আটক ভারতীয়দের।
এই জন্য বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাসকে উদ্যোগ শুরু করার নির্দেশ দিয়েছে সরকার। তবে গোটা প্রক্রিয়াই খরচ সাপেক্ষে করতে হবে। পেমেন্ট সিস্টেম সম্পর্কেও বিস্তারিত জানাবে কেন্দ্র। যাত্রীদের শারীরিক পরিস্থিতি সম্পর্কেও বিভিন্ন তথ্য দেওয়ার কথা জানানো হয়েছে। দ্বিতীয় দিনে ৯টি দেশ থেকে ২০৫০ জন ভারতীয়কে নিয়ে চেন্নাই, কোচি, মুম্বই, অহমদাবাদ, বেঙ্গালুরু এবং দিল্লি ফিরবে বিশেষ বিমান। তৃতীয় দিনে আরও ১৩টি দেশ থেকে আটক ভারতীয়দের ফিরিয়ে আনা হবে।