দমদম স্টেশনে ইন্টার লকিংয়ের কাজের জন্য বাতিল হতে চলেছে একাধিক ট্রেন। দমদমে স্টেশনে প্রায় ৫২ ঘণ্টা ধরে চলবে এই কাজ। যার কারণে ইতিমধ্যেই শিয়ালদহ থেকে মোট ১৪৩টি ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। এর আগে ইন্টার লকিংয়ের কাজের জন্য বহু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে যাত্রীদের কথা ভেবে তা প্রত্যাহার করা হয়। গত সপ্তাহেই এই ট্রেন বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। ফের চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, ১৬ মার্চ, অর্থাৎ আজ থেকে ১৮ মার্চ সকাল চারটে পর্যন্ত এই কাজ চালানো হবে। আধুনিক সিস্টেম নির্মাণের জন্য এই কাজ আবশ্যিক বলেই জানিয়েছে রেল। মোট ৮৯২টি ইএমইউ ট্রেনের মধ্যে ৭৪৯টি ট্রেন চালানো হবে। বাকি ১৪৩টি ট্রেন শিয়ালদা থেকে বাতিলের কথা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, ৩টি এক্সপ্রেস ট্রেন- আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ-জঙ্গিপুর এক্সপ্রেস এবং শিয়ালদহ-সিউড়ি এক্সপ্রেস বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।১৮ তারিখ পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, শিয়ালদহ-মধ্যমগ্রাম, শিয়ালদহ-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদহ-বারাসত, শিয়ালদহ-গোবরডাঙা, শিয়ালদহ–বনগাঁ, শিয়ালদহ-বর্ধমান, শিয়ালদহ-কাটোয়া, শিয়ালদহ-দত্তপুকুরের শাখায় একাধিক লোকাল বাতিল থাকবে।
এছাড়াও শিয়ালদহ-ব্যারাকপুর, শিয়ালদহ-নৈহাটি, শিয়ালদহ-ডানকুনি শাখার কয়েক গুচ্ছ ট্রেন বাতিল থাকবে।এছাড়াও ব্যারাকপুর-দমদম, বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি জংশন, মাঝেরহাট-মধ্যমগ্রাম, মাঝেরহাট-বারাসত, হাসনাবাদ-মাঝেরহাট, ক্যানিং-বারাসত, বারাসত-হাসনাবাদ, হাসনাবাদ-দমদম জংশন, বালিগঞ্জ-ব্যারাকপুর ও মাঝেরহাট-নৈহাটি শাখারও কিছু ট্রেন বাতিল থাকবে শনি ও রবিবার।