রবিবার থেকেই ঠাকুরনগরে শুরু হচ্ছে মতুয়া মহামেলা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঠাকুরনগর আসছেন মতুয়া সম্প্রদায়ের মানুষজন। আগামী সাতদিন ধরে চলবে এই মেলা। তাই অতিরিক্ত ভিড় সামলাতে ১৪টি বিশেষে লোকাল ট্রেন চালাবে পূর্ব রেল। এছাড়া ৩টি বিশেষ দূরপাল্লার ট্রেনও চালানো হবে বলে জানা গিয়েছে।
পূর্ব রেল সূত্রে খবর, ঠাকুরনগরের মহামেলায় অতিরিক্ত ভিড় সামলাতে শিয়ালদা-বনগাঁ শাখায় আপ ও ডাউন মিলিয়ে ১৪টি স্পেশাল ইএমইউ ট্রেন চালানো হবে। ট্রেনগুলি ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চলাচল করবে বলে জানিয়েছে পূর্ব রেল। পাশাপাশি গেদে-ঠাকুরনগর, কৃষ্ণনগর-ঠাকুরনগর রুটেও চালানো হবে একাধিক স্পেশাল ট্রেন। গেদে থেকে একজোড়া স্পেশাল ট্রেন চলবে ১৮ ও ১৯ মার্চ। ট্রেনটি রানাঘাট-বনগাঁ হয়ে ঠাকুরনগর যাবে। একই রুটে ২০ ও ২১ মার্চ দুটি ট্রেন ঠাকুরনগর থেকে গেদে যাবে।
কৃষ্ণনগর থেকে রানাঘাট-বনগাঁ হয়ে একজোড়া স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। আপ ও ডাউনে ট্রেনদুটি চলবে ১৯ ও ২১ মার্চ। একইভাবে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ১৯ ও ২১ মার্চ একজোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। ট্রেনটি সকাল ৫টায় ক্যানিং থেকে ছাড়বে এবং ফিরতি পথে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ঠাকুরনগর থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে ছাড়বে।
অপরদিকে উত্তরবঙ্গ ও অসমের মতুয়া সম্প্রদায়ের মানুষজনদের জন্য দুটি স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জংশন থেকে একটি বিশেষ ট্রেন মতুয়া ধর্মাবলম্বী মানুষদের নিয়ে ১৭ মার্চ রওনা দিয়েছে। ট্রেনটি বনগাঁ পৌছবে ১৮ মার্চ। লামডিং জংশন থেকে আরেকটি স্পেশাল ট্রেন কামাখ্যা, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, মালদা, রামপুরহাট, বর্ধমান, কলকাতা ও দমদম হয়ে বনগাঁ পৌঁছবে রবিবার ভোরে। ট্রেনদুটি একই রুটে বনগাঁ থেকে ছাড়বে ২১ মার্চ। এছাড়া উত্তরাখণ্ডের কাঠগোদাম থেকে একটি মতুয়া স্পেশাল ট্রেন বনগাঁর মধ্যে চলাচল করবে। বনগাঁ থেকে ট্রেনটি ছাড়বে ২০ মার্চ।