৬ তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ১৪ টি স্বর্ণপদক ছিনিয়ে নিল কোচবিহারের ছাত্র-ছাত্রীরা। আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ – ২০২২ অনুষ্ঠিত হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
প্রতিযোগিতায় ১১ জন কোচবিহারের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
১১ জন প্রতিযোগী ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ১৪ টি স্বর্ণপদক পেল। এছাড়াও ৫ টি রুপো ও ২ টি ব্রোঞ্জও পায় তারা।
কাটা ও বাইট এই দুটি বিষয়ে কোচবিহারের ওই ১১ জন প্রতিযোগী নিজেদের দক্ষতা দেখিয়ে এই পুরস্কার নিজেদের দখলে নেয়। ৬ বছরের বাচ্চাদের সাথে কাটাতে অংশ নিয়ে সোনার পদক জয় করে আর্য দাস। ৭ বছরের বাচ্চাদের সাথে কাটাতে অংশ নিয়ে স্বর্ণপদক জয় করে শ্রীতানা মুখার্জি। ১৩ বছরের বাচ্চাদের সাথে কাটাতে অংশ নিয়ে সোনার পদক জয় করে শিবম হরিজন। ১২ বছরের বাচ্চাদের সাথে কাটাতে অংশ নিয়ে সোনার পদক জয় করে সুজন সাংপা এবং ১২ বছরের বাচ্চাদের সাথে কাটাতে অংশ নিয়ে সোনার পদক জয় করে নীলাদ্রি শর্মা।
নিজের জেলার ছেলে মেয়েদের পদক জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত কোচবিহার জেলাবাসী। আর তাই, শুধু পড়াশোনাতেই নয়, খেলাধুলা ও শরীর চর্চাতেও কোচবিহার যথেষ্ট এগিয়ে তারই এক নজির গড়ল ১১ জন ক্যারাটে প্রতিযোগী।