ব্রেকিং নিউজ রাজ্য

হটস্পট এলাকায় পূর্ণ লকডাউন

পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি হটস্পট চিহ্নিত হল। প্রাথমিকভাবে রাজ্যের ১০টি এলাকাকে করোনা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ১০টি জায়গাকে সম্পূর্ণ লকডাউনের আওতায় আনার পরিকল্পনা চলছে বলে খবর। ওই জায়গাগুলোতে আগামী ১৪ দিনের জন্য সম্পূর্ণ লকডাউন করতে চলেছে রাজ্য সরকার। কলকাতার যেসব অঞ্চলগুলি হটস্পট হিসেবে চিহ্নিত হয়েছে সেগুলো হল— ভবানীপুর, পন্ডিতিয়া রোড, বড়বাজার, আলিপুর, মুদিয়ালি, নয়াবাদ এবং সল্টলেকের একাংশ। উত্তর ২৪ পরগনার মধ্যে আছে বেলঘরিয়া এবং দমদমের একাংশ। হাওড়ার শিবপুর, নদিয়ার তেহট্ট, পূর্ব মেদিনীপুরের এগরা এবং সম্পূর্ণ হলদিয়া। আলিপুরদুয়ারের একাংশ এবং পুরো কালিম্পং।
এইসব এলাকা থেকে বেরোনো ও ঢোকার পথগুলি চিহ্নিত করে সিল করে দেওয়ার কাজ চলছে। সাধারণ লকডাউনের থেকে সম্পূর্ণ লকডাউন আরও কঠিন হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। হটস্পটে পূর্ণ লকডাউনে থাকা বাসিন্দারা ছাড়পত্র ছাড়া এলাকা থেকে বাইরে বেরতে বা ভেতরে ঢুকতে পারবেন না। ঢোকা–বেরনোর আগে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। হটস্পটের বাসিন্দাদের সবাইকে র‌্যাপিড টেস্ট করানো হবে। এলাকার সব দোকানবাজার সিল করা থাকবে। প্রয়োজনীয় জিনিসপত্র প্রশাসনের তরফে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। সামান্য উপসর্গ দেখা দিলেই তাঁকে স্থানীয় কোয়ারেনটাইন সেন্টারে পাঠাতে হবে।
যে কোনও প্রয়োজনের জিনিস প্রশাসন তাঁদের বাড়িতে পৌঁছে দেবে। এতে বাসিন্দাদের সমস্যা হবে সেই কথা মেনে নিয়ে মুখ্যসচিব জানিয়েছেন যে প্যানডেমিক আটকাতে এছাড়া আর কোনও পথ নেই।