অবশেষে রাজ্যপাল কলরাজ মিশ্র ও মুখ্যমন্ত্রী অশোক গেহলটের বিরোধের অবসান হল। দ্রুত রাজস্থান বিধানসভার অধিবেশন ডাকার ব্যাপারে মুখ্যমন্ত্রীর অনুরোধ তিন তিনবার ফিরিয়ে দেওয়ার পর এবার রাজি হলেন রাজ্যপাল। ১৪ আগস্ট বিধানসভার অধিবেশন বসছে বলে খবর।
রাজ্যপালের দপ্তরের এক নোটিশে জানানো হয়, ১৪ আগস্ট রাজ্য বিধানসভার অধিবেশন বসবে। বিধানসভার পঞ্চম অধিবেশন শুরু করার রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছেন রাজ্যপাল। করোনা পরিস্থিতিতে যে স্বাস্থ্যবিধি লাগু রয়েছে তা মেনে চলতে হবে বলেও নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। প্রথমে ২৩ জুলাই রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের কাছে প্রস্তাব পাঠান মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাব খারিজ করে দিয়ে বিধায়কদের কাছে অন্তত ২১ দিনের নোটিশ পাঠানোর কথা বলেন রাজ্যপাল। আরও দু’বার মুখ্যমন্ত্রীর অফিস থেকে রাজ্যপালের কাছে অনুরোধ যায় ৩১ জুলাই রাজ্য বিধানসভার অধিবেশন ডাকার জন্য। এমনকী সর্বশেষ অনুরোধটি যায়। রাজ্যপাল সেই অনুরোধটিও একই কারণ দেখিয়ে খারিজ করে দেন। তারপর শেষ পর্যন্ত ১৪ আগস্টে শিলমোহর দেন তিনি।
এই শিলমোহর পাওয়ার পর গত কয়েক সপ্তাহ ধরে রাজস্থানে চলা রাজনৈতিক টালবাহানা অন্যত্র মোড় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। দলের বিধায়কদের এক বৈঠকে তিনি জানান, যেসব বিধায়ক বিদ্রোহ করেছেন তারা চাইলে কংগ্রেস হাইকমান্ডের কাছে ক্ষমা চেয়ে ফিরে আসতে পারেন। হাইকমান্ড যা সিদ্ধান্ত নেবে তা মেনে নেওয়া হবে। শচীন পাইলট–সহ ১৯ বিধায়ক গেহলটের বিরুদ্ধে বিদ্রোহ করার পর একসময় যে অনড় অবস্থান মুখ্যমন্ত্রী নিয়েছিলেন সেখানে আর টিকে থাকতে পারলেন না তিনি।
