পয়লা জানুয়ারিতে বন্ধু-বান্ধবদের সঙ্গে পিকনিকে গিয়ে অস্বাভাবিক ভাবে মৃত্যু হলো দ্বাদশ শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর। রবিবার বিকেল নাগাদ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের কলাবাগান এলাকায়।
জানা গেছে, কান্দি শহরের কলাবাগান এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী সোনিয়া ভট্টাচার্য্য নামের এক নাবালিকা বন্ধু-বান্ধবের সঙ্গে পয়লা জানুয়ারি উপলক্ষ্যে পিকনিক করে।পিকনিকে খাওয়া দাওয়া করার পর মৃত্যু হয় ওই নাবালিকার।
তবে মৃত্যু নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে। যদিও ঘটনার খবর কান্দি থানার পুলিশকে দেওয়া হলে পুলিশ এসে নাবালিকার দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। পুলিশ সামগ্রিক ঘটনার খতিয়ে দেখে ওই নাবালিকার অস্বাভাবিক মৃত্যুর কারণ নিয়ে সরেজমিনে তদন্ত শুরু করেছে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
You must be logged in to post a comment.