ভারতের মধ্যে উত্তরপ্রদেশ যেমন নারী নির্যাতনের স্বর্গরাজ্য তেমনি বাংলাদেশে যৌন নির্যাতনের পরিসংখ্যান ঊর্ধ্বমুখী। এক সমীক্ষায় জানা গিয়েছে, শুধুমাত্র সেপ্টেম্বর মাসে দেশটিতে ধর্ষণের শিকার হয়েছে ১২৯ জন শিশুকন্যা। শিউরে ওঠার মতো ঘটনা ভারতের প্রতিবেশী দেশের। যা কপালে ভাঁজ ফেলেছে।
বাংলাদেশ মহিলা পরিষদের দ্বারা প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গিয়েছে, গত সেপ্টেম্বর মাসে ১২৯টি ধর্ষণ কাণ্ড এবং ৩৪০ জন নারী ও শিশুকন্যা নির্যাতনের শিকার হয়েছে। এই প্রতিবেদনে বলা হয়েছে, ২০ জন নারী ও শিশুকন্যার গণধর্ষণ–সহ ১২৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। তার মধ্যে ৭৩ জনই শিশু।
এমনকী শ্লীলতাহানির শিকার হয়েছেন চারজন। আর তাদের মধ্যে দু’টি শিশুও রয়েছে। চারজন শিশু–সহ যৌন নিপীড়নের শিকার সাত। অ্যাসিড হামলার শিকার ৬ জন। তার মধ্যে দু’টি শিশু। সেপ্টেম্বর মাসে অপহরণের ঘটনা ঘটেছে ২০টি। তার মধ্যে ১৬টি শিশু সংক্রান্ত ঘটনা। এছাড়া অপহরণের চেষ্টা করা হয় একজনকে।
তিন মহিলাকে পাচার করা হয়েছে। সাতটি শিশু-সহ ৩৬ জনকে হত্যা করা হয়েছে। পণের জন্য নির্যাতন চালানো হয়েছে ১৪ জন গৃহবধূর উপর। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে সাত শিশু–সহ ২৭ জন। বিভিন্ন নির্যাতনের কারণে ১৪ শিশু–সহ আত্মহত্যা করেছে ২০ জন এবং ৬টি শিশু–সহ ২৮ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৯টি। আর সাইবার ক্রাইম অপরাধের শিকার চারজন নারী।