একের পর এক করোনার থাবায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ তারপর তৃতীয় ঢেউ। বর্তমানে মারণ ভাইরাসকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। টিকাকরণকে হাতিয়ার করে ধীরে ধীরে সুস্থ পৃথিবী পাওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছি আমরা। এবার নতুন ঘোষণা করল স্বাস্থ্যমন্ত্রক।
১৬ই মার্চ থেকে ১২ থেকে ১৪ বছর বয়সীদের জন্য COVID-19 টিকা চালু হতে চলেছে। সোমবার এমনটাই জানালেন , কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া । স্বাস্থ্যমন্ত্রী জানান, ১২-১৩ এবং ১৩-১৪ বছর বয়সীদের জন্য ১৬ই মার্চ, বুধবার থেকে টিকা দেওয়া শুরু হবে। পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সের ব্যক্তিরা বুস্টার ডোজ পাবেন।
এতদিন ৬০ বছরের বেশি বয়সি এবং বিভিন্ন উপসর্গ বা কোমর্বিডিটি রয়েছে তাঁরাও বুস্টার ডোজ পেতেন। এবার সেই নিয়ম বদলে গেল। টিকা পাবেন সকলে। চলতি নিয়ম অনুযায়ী,দ্বিতীয় ডোজ নেওয়ার ৩৪ সপ্তাহ পর বুস্টার ডোজ পাওয়ার কথা। এই সময় পার হওয়ার পর তাঁদের মোবাইল ফোনে এসএমএস আসবে,এমনটাই জানিয়েছে আইসিএমআর।
ভারত ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকা দেওয়া শুরু করেছে। এখনও পর্যন্ত, শিশুদের ভারত বায়োটেকের কোভ্যাক্সিন শট দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ১৫ থেকে ১৮ বছর বয়সী ৩,৩৭,৭০,৬০৫ শিশু দ্বিতীয় ডোজ পেয়েছে।
গত সপ্তাহে, বায়োলজিকাল ই ৫-১২ বছর বয়সী গ্রুপের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন Corbevax-এর জরুরী ব্যবহারের অনুমোদনের (EUA) আবেদন করে। Corbevax যা ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি রিসেপ্টর বাইন্ডিং ডোমেন (RBD) প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন কোভিড-১৯ এর বিরুদ্ধে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।