বিশ্বজুড়ে এখন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে একাধিক সংস্থা। যার ব্যতিক্রম নয় ব্রিটিশ এয়ারওয়েজ। করোনার জেরে এবার তারা কর্মী ছাঁটাইয়ের পথে পা বাড়াল ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। এয়ারলাইন্সের মালিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইন্স গ্রুপের পক্ষ থেকে এদিন জানানো হয়েছে একধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে হতে পারে তাদের।
ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারিভাবে সংস্থার তরফে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আসন্ন রিস্ট্রাকচারিং সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রভাব পড়বে প্রায় প্রত্যেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীদের উপরেই। ছাঁটাই করা হতে পারে ১২ হাজার কর্মী।’ এই খবর চাউর হতেই আতঙ্ক নেমে এসেছে কর্মী মহলে।
এই মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজে মোট ৪৫ হাজার কর্মী রয়েছেন। তারমধ্যে ১৬,৫০০ কেবিন ক্রু, ৩৯০০ জন পাইলট রয়েছেন। এক ধাক্কায় এতজনের চাকরি যাওয়াতে স্বাভাবিকভাবেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আগামীদিন আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন তাঁরা। বিকল্প পথ কি হতে পারে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।