দেশ লিড নিউজ

দেশের ১২ রাজ্য পেল নতুন রাজ্যপাল

একসঙ্গে নতুন রাজ্যপাল পেল দেশের ১২টি রাজ্য। একই সঙ্গে নতুন উপরাজ্যপাল পেল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ এবং লে। রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে বিবৃতি দিয়ে ১২ রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজভবনের নতুন বাসিন্দাদের নাম জানিয়ে দেওয়া হয়। যে যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদলাল তার মধ্যে রয়েছে বিহার, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশের মতো রাজনৈতিকভাবে সংবেদনশীল রাজ্যও। যে রাজ্যগুলিতে রাজ্যপাল বদলাল সেগুলির মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ মহারাষ্ট্র।

সে রাজ্যের বিদায়ী রাজ্যপাল ভগত সিং কোশিয়ারি ছত্রপতি শিবাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিজেপিকে রীতিমতো চাপে ফেলে দিয়েছিলেন। সেই ভগত সিং কোশিয়ারিকে সরানো হল। রাজ্যপাল বদলানো হল বিহারেও। আসলে এই দুটি রাজ্যেই পরিবর্তিত জোট সমীকরণের জন্য বেশ চাপে বিজেপি। তাই অন্তত রাজভবনে এমন কাউকে বসাতে চাইছে যাতে রাজ্য প্রশাসনের খামতিগুলি রাজভবনের মাধ্যমে তুলে ধরা যায়। সম্ভবত একই কারণে বদলানো হয়েছে ছত্তিশগড়, হিমাচল প্রদেশ এবং ঝাড়খণ্ডের রাজ্যপালকে। এই রাজ্যগুলিতেও বিজেপি এখন অনেকটা দুর্বল।