আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমানঘাঁটিতে পরপর জঙ্গি হামলা, নিহত ১২ সেনা

ফের জঙ্গি হামলায় রক্তাক্ত পাকিস্তান। পরপর জঙ্গি হামলায় কেঁপে উঠল পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম নৌ-বিমানঘাঁটি টুবুর্ট। বিমানঘাঁটি চত্বরে এই হামলায় অন্তত ১২ জন পাক সেনার মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ৪টি হেলিকপ্টার ও ৩টি ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছে।

ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন, বালুচিস্তান লিবারেশন আর্মি। মঙ্গলবার ভোররাতে অতর্কিতে টুর্বুট নৌ-বিমাঘাঁটিতে হামলা চালায় বালুচিস্তান লিবারেশন আর্মি। হামলাকারীরা এদিন বিমানঘাঁটিতে ঢোকার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু বিমানঘাঁটির নিরাপত্তারক্ষীরা বাধা দিতেই তারা হামলা চালায়।

শেষ পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দু-পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই চলেছে। এলোপাথারি গুলিতে ৪ জঙ্গি খতম হয়েছে।অন্যদিকে, নৌ ও বায়ুসেনা মিলিয়ে প্রায় এক ডজন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত একাধিক। ইতিমধ্যেই আহতদেরকে উদ্ধার করে টুর্বুট হাসপাতালে পাঠানো হয়েছে।