মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলো রাজস্থান। একটি বাস ও ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল অন্ততপক্ষে ১২ জনের।
বুধবার বাড়মের-যোধপুর হাইওয়েতে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষের ফলে বাসে আগুন লেগে যায়। জানা গিয়েছে ওই বাসে ২৫ জন যাত্রী ছিল। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে। ইতিমধ্যেই বাস থেকে ১০টি মৃতদেহ বের করে আনা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসা শুরু করে দেওয়া হয়েছে।
বাসের এক যাত্রী জানিয়েছেন, বুধবার সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ বাসটি বালোত্রা অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিল। সেই সময়ই উলটো দিক থেকে আসা ট্যাঙ্কারটি দ্রুতগতিতে ধাক্কা মারে সেটিকে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বাসে।
স্বাভাবিক ভাবেই দুর্ঘটনার জেরে কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে হাইওয়ে। দ্রুত উদ্ধারকার্য সম্পন্ন করে আহতদের চিকিৎসা শুরু করে দিতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলত ।