দেশ ব্রেকিং নিউজ

টানা ১২ ঘণ্টা অভিযান, রাজস্থানের তামার খনি থেকে উদ্ধার ১৫ কর্মী

১২ ঘণ্টা লাগাতার অভিযানের পর রাজস্থানের হিন্দুস্তান কপার লিমিটেডের তামার খনি থেকে উদ্ধার করা হল আটকে পড়া ১৫ জন কর্মীকে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদেরকে জয়পুরের হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে প্রত্যেকেই কমবেশি আহত বলে মনে করা হচ্ছে। অনেকের হাত বা পায়ের হাড় ভেঙে গিয়েছে।

মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে বিপর্যয় ঘটে। ওই খনি পর্যবেক্ষণে গিয়েছিলেন কলকাতার ভিজিল্যান্স টিম। পর্যবেক্ষণ শেষে তাঁরা যখন উঠে আসছিলেন, সেই সময় খনির ভিতরে আচমকাই ছিঁড়ে পড়ে লিফটের চেইন। এইচসিএলের আধিকারিক সহ ১৪ জন ৫৭৭ মিটারে আটকে পড়েন। ৫৭৭ ফুট গভীরে গিয়ে লিফট-টি ঝুলতে থাকে।

দুর্ঘটনার খবর পেয়েই রাত থেকেই শুরু হয়েছিল উদ্ধারকাজ। যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় ৪টি থানার পুলিশ, উদ্ধারকারী দল।

প্রসঙ্গত, দেশের ৫০ শতাংশ তামা ঝুনঝুন এলাকার ক্ষেত্রী পাহাড় থেকে উত্তোলন করা হয়। এখানে ৩০০টিরও বেশি ভূগর্ভস্থ খনি থেকে রয়েছে।

কর্মীদের বয়ান অনুযায়ী, ওই খনির গভীরতা ১৮০০ ফুট। মঙ্গলবার কলকাতার ভিজিল্যান্স টিমসহ ১৪ জন আধিকারিক খনিতে প্রবেশ। খনি থেকে বের হওয়ার সময় রাত ৮টার দিকে হঠাৎ লিফটের চেইন ভেঙে যায়।