দেশ ব্রেকিং নিউজ

১১ জন পাক অভিবাসীর দেহ উদ্ধার

এই মুহূর্তে জোর চাঞ্চল্য ছড়িয়ে মরু রাজ্যে। রবিবার পাকিস্তানের এক হিন্দু অভিবাসী পরিবারের ১১ জন সদস্যের মৃতদেহ রাজস্থানের যোধপুর জেলার একটি খামার থেকে উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনার নেপথ্যে খুন না আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ। তবে ওই পরিবারের জীবিত একজন সদস্যের হদিশ পেয়েছে পুলিশ। তাঁর কাছ থেকেই পুলিশ জানতে পারে, তাঁরা দেচু এলাকার লড়তাগ্রামে বাস করছিলেন।
এদিকে সুপারিনটেনডেন্ট অব পুলিশ (গ্রামীণ) রাহুল ভাট সংবাদমাধ্যমকে জানান, জীবিত ব্যক্তি দাবি করেছেন, তিনি এই ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। তবে ঘটনাটি শনিবার রাতে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। আমরা এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করতে পারিনি। তবে দেখে যা মনে হচ্ছে, ওই পরিবারের সমস্ত সদস্যই রাতে কোনও রাসায়নিক খেয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্রে খবর, কুঁড়েঘরটির আশেপাশে রাসায়নিকের গন্ধ নাকে আসছিল। পরিবারটি ভিল সম্প্রদায়ের। তাঁরা পাকিস্তান থেকে আসা হিন্দু অভিবাসী। এখানকার গ্রামে চাষবাসের কাজ করতেন পরিবারের সদস্যরা। এখানে একটি খামারও চুক্তিভিত্তিতে ভাড়া নিয়েছিলেন তাঁরা। তবে মৃতদেহের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ঘটনাটি খতিয়ে দেখার জন্য ফরেনসিক বিশেষজ্ঞ দল এবং ডগ স্কোয়াডকে ডাকা হয়েছে। সংবাদসংস্থা পিটিআই–কে পুলিশ সুপার বলেন, ‘‌পরিবারের জীবিত সদস্যকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। এই মৃত্যুর রহস্য আমরা খুঁজে বের করবই।’‌