পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয়র খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মঙ্গলবার রাতের ৬.৫ তীব্রতার ভূমিকম্পে মৃত্যু হয়েছে ১১ জনের। আহতের সংখ্যা ১৬০-এরও বেশি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সওয়াট উপত্যকাতেই ভূমিকম্পে এই হতাহতের সংখ্যা। পাকিস্তানের আবহাওয়া দফতর অবশ্য জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে দুই মহিলা-সহ ১১ জনের মৃত্যু হয়েছে ও আহতের সংখ্যা ১৬০-এরও বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ১৯টি বাড়ি।
মঙ্গলবার রাতে পাকিস্তানের পাশাপাশি আফগানিস্তান ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি, কোয়েটা, পেশোয়ার, কোহাট প্রভৃতি এলাকায় কম্পন টের পাওয়া যায়। আবার দিল্লি-সহ উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে অনুভূত হয় কম্পন। উত্তর প্রদেশ, পঞ্জাব, জম্মু-কাশ্মীর ভারতের প্রভৃতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কম্পন অনুভূত হয়। রাতে ভূমিকম্পের আতঙ্কে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা অঞ্চল।
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৩ জনের। মঙ্গলবার রাতের ৬.৮ তীব্রতার ভূমিকম্পে আহতের সংখ্যা ৪৪। আফগানিস্তানে অনুভত হওয়া ভূমিকম্পে কেঁপে ওঠে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও ভারতও। এছাড়াও তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান, চিন এবং কিরগিজস্তানে কম্পন অনুভূত হয়।
আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে বাড়ির ছাদ ভেঙেই অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে। আফগানিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের লাঘমান প্রদেশেই দু’জনের মৃত্যু হয়েছে।