দেশ লিড নিউজ

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে প্রবল দুর্যোগে প্রাণ হারালেন ১১ জন বাঙালি

হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে  ট্রেকিংয়ে গিয়ে প্রবল দুর্যোগের মধ্যে পড়ে প্রাণ হারালেন ১১ জন বাঙালি। উত্তরাখণ্ডে ও হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে যথাক্রমে ৫ ও ৬ অভিযাত্রীর মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭। এখনও জোরকদমে উদ্ধারকাজ চলছে।
মৃত যাত্রীদের মধ্যে আছেন হরিনগরের অনিতা রাওয়াত, নেপালগঞ্জের বিকাশ মাকাল, সৌরভ ঘোষ, কালীঘাটের শুভায়ন দাস, হরিদেবপুরের রিচার্ড মণ্ডল, তনুময় তিওয়ারি। এছাড়া আহতদের মধ্যে রয়েছেন মিঠুন দারি, মিঠুনের বাড়ি দক্ষিণ ২৪ পরগনায়। উদ্ধার হওয়া অভিযাত্রীদের দেহ কবে তাদের পরিবারের কাছে এসে পৌঁছবে তার কোন ঠিক নেই।
পুজোর সময় লামখাগা পাসে ট্রেক করতে যায় ১৭ জনের এই দল। গত ১৮ অক্টোবর তুষারধসে পথ হারান তাঁরা। সঙ্গে ছিলেন স্থানীয় গাইড এবং পোর্টার। এরপর তল্লাশি শুরু করে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এখনও উদ্ধারকাজ চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা।