রাজ্য

একশো দিনের কাজে এগিয়ে বাংলা

নতুন অর্থবর্ষের প্রথম তিন মাসের মধ্যেই নজির গড়ল দক্ষিণ ২৪ পরগনা জেলা। পরিবার পিছু ১০০ দিনের কাজে এই মুহূর্তে শীর্ষে এই জেলা। ইতিমধ্যেই ৫৪০টি পরিবার নির্ধারিত ১০০ দিনের কাজ শেষ করে ফেলেছে বলে খবর। কর্মদিবস সৃষ্টি করার নিরিখেও শীর্ষে রয়েছে এই জেলা। এখনও পর্যন্ত রাজ্যে সব মিলিয়ে দেড় হাজারের বেশি পরিবার ১০০ দিনের কাজ শেষ করেছে বলে খবর।

করোনা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে বহু মানুষের জীবন জীবিকা সঙ্কটের মধ্যে পড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট নির্দেশ রয়েছে, বেশি সংখ্যক মানুষকে ১০০ দিনের কাজের আওতায় আনতে হবে। সেই মতো প্রতিটি জেলা উদ্যোগ নিয়েছিল। নতুন অর্থবর্ষের শুরু থেকেই জেলাগুলি হাজার হাজার মানুষকে এই কাজে নিযুক্ত করেছে। প্রথম ত্রৈমাসিকের হিসেব বলছে, এই কাজে রাজ্যের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা সব থেকে এগিয়ে।

পশ্চিম বর্ধমান জেলায় চারশোর মতো পরিবার এই কাজ শেষ করেছে। আবার এমন একাধিক জেলা রয়েছে, যেখানে একটি পরিবারও চলতি বছরে এখনও ১০০ দিনের কাজ করে উঠতে পারেনি। পরিসংখ্যান বলছে, হুগলিতে সর্বাধিক পরিবারকে ১০০ দিনের কাজে নিযুক্ত করা হয়েছে। অথচ সেখানে লক্ষ্যমাত্রা স্পর্শ করেছে মাত্র ১৯টি পরিবার। এই বিভাগে পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়া একশো’র গণ্ডি পেরিয়েছে একমাত্র পশ্চিম মেদিনীপুর (১২৭)। ৪২ লক্ষ ৮৫ হাজার ২৯৩টি শ্রমদিবস সৃষ্টি করে এখনও রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা।