বাহুবলী তারকা প্রভাসের ছবি ‘রাধে শ্যাম’ মুক্তির আগেই বেশ গুঞ্জন ছিল। ছবিটি সারা দেশে 79 কোটির গ্র্যান্ড ওপেনিংও অর্জন করেছে। কিন্তু সম্প্রতি এই ছবির বক্স অফিস খুব খারাপ হয়েছে। ছবিটির হিন্দি সংস্করণ ফ্লপ হয়েছে। একই সময়ে, অন্ধ্র প্রদেশেও ছবির আয়ের তীব্র পতন ঘটেছে। এই ছবির আয় কমে যাওয়ার মূল কারণ হল, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আয়ের গতি সারা দেশে খুব ধোঁয়াটে হয়ে উঠেছে।
আজকাল বক্স অফিসে নানা পরিবর্তন দেখা যাচ্ছে। কারণ ছোট ওপেনিং ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর আয় প্রতিদিনই বাড়ছে। প্রথম দিনে ছবিটি ব্যবসা করেছিল প্রায় সাড়ে তিন কোটি টাকার। পঞ্চম দিনে সেটা এসে দাঁড়িয়েছে ১৮ কোটি টাকায়! প্রতিদিনই ব্যবসার পরিমাণ বাড়ছে। মুক্তির পর এত দিনে প্রায় ৬০.২০ কোটি টাকা সংগ্রহ করেছে দ্য কাশ্মীর ফাইলস।
ফিল্ম সমালোচকরা মনে করছেন, ষষ্ঠ দিনে ১৭-১৯ কোটি টাকা তুলতে পারে এই ছবি। আর এক সপ্তাহে প্রায় ৯৫-১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে দ্য কাশ্মীর ফাইলস।
৩২ বছর আগে কাশ্মীরে পণ্ডিতদের গণহত্যার উপর ভিত্তি করে তৈরি। নির্মাতাদের মতে, সে যুগের মানুষের অভিজ্ঞতা ও প্রতিবেদনের ভিত্তিতে এই ছবিটি নির্মাণ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ১১ মার্চ মুক্তি পেয়েছে ছবি। প্রথমে মাত্র ৭০০ স্ক্রিনে মুক্তি পায় ছবিটি। কিন্তু দর্শকের ভিড় দেখে এটি এখন সারাদেশে দুই হাজারের বেশি স্ক্রিনে দেখানো হচ্ছে।