দেশ ব্রেকিং নিউজ

ফের করোনায় এক লাখ পার

ভয়াবহ হয়ে উঠছে দেশের কোভিড পরিস্থিতি। আবারও লম্বা লাফ কোভিডের গ্রাফে। একদিনে আক্রান্ত হলেন ১ লাখ ১৫ হাজার ৭৩৬ জন। দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই নিয়ে দ্বিতীয় দিন করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখের গণ্ডি টপকাল। বছর ঘুরে ফিরছে সেই বিভীষিকাময় দিনগুলি! গতবছর এমন সময়ই ভারতে প্রভাব বাড়াতে শুরু করেছিল করোনা। আর এখন এই মারণ ভাইরাস নতুন করে জাঁকিয়ে বসেছে। গতবছরও আক্রান্তের যে সংখ্যাটার সাক্ষী হয়নি দেশ, সেটাই হল এই বছর। দু’‌দিন আগেই দৈনিক সংক্রমণ ছাড়িয়েছিল এক লক্ষের গণ্ডি। এবার তা আরও বাড়ল।
বাংলায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে অবিলম্বে বন্ধ করতে হবে নির্বাচন বলে আজ কমিশন অফিসের সামনে পিপিই কিট পরে রাস্তায় শুয়ে পড়ে প্রতিবাদ জানাল হল। একটি অরাজনৈতিক দলের পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়েছে। ৮ থেকে ১০ জন এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। তাঁদের স্পষ্ট বক্তব্য, বিশেষজ্ঞরা বলছেন, আগামী চার সপ্তাহ খুবই উদ্বেগজনক। রাজ্যেও ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তিন দিনের মধ্যে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু সংখ্যাও। এই পরিস্থিতি রাজ্যে ভোট ঘিরে কার্যত উত্‍সব চলছে! যেখানে সাধারণ মানুষ বিভিন্ন উত্‍সব-অনুষ্ঠান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে। রাশ টানা হয়েছিল দুর্গাপুজো, কালীপুজো, ছটপুজো–সহ একাধিক উত্‍সবে। সেখানে রাজনৈতিক দলগুলি কেন ভোট ঘিরে এত উন্মাদনায় ব্যস্ত?
বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ১৫ হাজার ৭৩৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। তার বেশিরভাগ মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ৫৫ হাজারেরও বেশি। মহারাষ্ট্র ছাড়াও পাঞ্জাব, কর্ণাটক, ছত্তিশগড়, দিল্লি, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লক্ষ ১ হাজার ৭৮৫ জন।
এদিন সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য ডা. ভি কে পাল জানান, দ্রুতগতিতে সংক্রমণ ছড়াচ্ছে। অতীতে যে হারে সংক্রমণ ছড়িয়েছে, তার থেকেও দ্রুত গতিতে ছড়াচ্ছে এবার। তাঁর কথায়, কয়েকটি রাজ্যে পরিস্থিতি অত্যন্ত খারাপ। সকলে মিলেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই এই দেশে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রবীণদের টিকাকরণ কর্মসূচি চলছে।