আন্তর্জাতিক

মার্কিন মুলুকে ১ লক্ষ শিশুপড়ুয়া করোনায় আক্রান্ত

যে দেশ করোনায় একনম্বর স্থান দখল করে আছে তারাই স্কুল খোলার অনুমতি দিল। আর তার জেরে রিপোর্ট বলছে, মাত্র দু’‌সপ্তাহের মধ্যে প্রায় ১ লক্ষ শিশুপড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছে। করোনাভাইরাসের সংকটের মধ্যেই ঝুঁকি নিয়ে স্কুল খোলার অনুমতি দেয় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। জুলাই মাসের মাঝামাঝি থেকে স্কুল চালুও হয়েছে।
আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্স সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করে তাতে বলেছে, স্কুল পুনরায় চালুর পর থেকে মাত্র দু’‌সপ্তাহের মধ্যে এক লক্ষের কাছাকাছি শিশুপড়ুয়ার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কোভিড আক্রান্ত পড়ুয়ার সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে। জুলাই মাসের শেষ দু’‌সপ্তাহের মধ্যে এই ৯৭ হাজার শিশুপড়ুয়ার করোনা সংক্রমণ ধরা পড়েছে। স্কুলে যাতায়াতের পথেই যে সংক্রমণ, রিপোর্টে তা নিশ্চিত করে বলা হয়েছে।
এমনকী এই রিপোর্টে দাবি করা হয়, জুলাই মাসের ওই দু’‌সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২৫ শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের প্রবণতা কম বলে যে দাবি এতদিন করা হচ্ছিল, আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিক্সের সমীক্ষা রিপোর্ট তা নস্যাত্‍‌ করে দেয়। স্কুল চালু রাখলে, সংখ্যাটা গিয়ে কোথায় পৌঁছবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিভাবকেরা কি এরপরেও প্রাণের ঝুঁকি নিয়ে সন্তানদের স্কুলে পাঠাবেন? উঠছে প্রশ্ন।
জানা গিয়েছে, ৩০ জুলাইয়ের মধ্যে আমেরিকায় ৫০ লক্ষ কোভিড কেস ধরা পড়ে। এর মধ্যে ৩ লক্ষ ৩৮ হাজার শিশু। তার মধ্যে আমেরিকায় মৃত্যু হয় ১ লক্ষ ৬২ হাজার আক্রান্তের। স্কুল থেকে শিশুদের মধ্যে সংক্রমণ ছড়ানোয় উদ্বেগ বাড়ছে কর্তৃপক্ষের। ভান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের ডক্টর টিনা হার্টার্ট জানান, শিশুদের মধ্যে কোভিড টেস্টের হার বাড়াতে হবে। তাতে ভাইরাস সংক্রমণে ছোটদের ভূমিকা নির্ধারণ সহজ হবে। এছাড়া আমেরিকায় ১৪ আগস্ট সকাল পর্যন্ত কোভিড আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ৯৫ হাজার ৪৫৩। সবমিলিয়ে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার ৮৪৮ জনের।