দেশ ব্রেকিং নিউজ

অতিরিক্ত ভিড়ে রথযাত্রায় পুরীতে শ্বাসরোধ হয়ে মৃত্যু ১ ভক্তের

প্রথমবার পুরীতে রথযাত্রার আয়োজন করেছিল বিজেপি সরকার। তারই মধ্যে ঘটে গেল বড়সড় বিপর্যয়। পুরীর রথযাত্রায় রথ টানার সময় মাত্রাতিরিক্ত ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হল এক ভক্তের।

তবে, শুধু তিনি একাই নন, রথযাত্রার প্রথম দিনেই রথ টানাকে কেন্দ্র করে তৈরি হওয়া ভিড়ের চাপে আহত হয়েছেন শতাধিক ভক্ত। ৩০০ জনের বেশি ভক্ত হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে জনা ৫০ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতিবারের মতো এবারও পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রায় দড়ি টানতে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছিল। আর এ বছর বিজেপি সরকার দু’দিনের রথযাত্রার উৎসব আয়োজন করেছিল। প্রথম দিনে রথযাত্রায় ভিড়ের চাপে দম আটকে ওই ভক্তের মৃত্যু হয়েছে। এবার দ্বিতীয় দিন অর্থাৎ সোমবার রথযাত্রার ভিড় নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ বিজেপি সরকারের কাছে।