রাজ্য লিড নিউজ

রেশন দুর্নীতি কাণ্ডে উদ্ধার এক কোটি

রেশন দুর্নীতি কাণ্ডে ম্যারাথন তল্লাশিতে এবার উদ্ধার হল বিপুল অঙ্কের টাকা। অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধার করলেন ইডি আধিকারিকরা। অন্যান্য জায়গায় তল্লাশি চালিয়ে আরও ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। রেশন দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের একাধিক জায়গায় ২৭ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালায় ইডি।

নদিয়া, বনগাঁর পাশাপাশি কলকাতার একটি অফিসে ও উলুবেড়িয়ার একটি মিলে। অঙ্কিত ইন্ডিয়ার যে অফিস ও মিল থেকেই এই ১ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে খবর। বাকি জায়গাগুলি থেকে আরও নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়। একইসঙ্গে প্রচুর নথিও উদ্ধার করেছে ইডি। কোনও অপরাধমূলক পথই এই বিপুল পরিমাণ টাকার উৎস বলে মনে করছে ইডি। সেই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।