সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলিসহ গ্রেফতার এক। সূত্র মারফত জানা গিয়েছে, ধৃত মহম্মদ গালিব বেঙ্গালুরুতে যাচ্ছিলেন। তার হ্যান্ডব্যাগ থেকে চার রাউন্ড গুলি পাওয়া গিয়েছে বলে বিমানবন্দর সূত্রে খবর। বেসরকারি বিমান সংস্থা এয়ার এশিয়ার বিমানে বোর্ডিংয়ের সময় বিমানবন্দর থেকে পাকড়াও করা হয় ওই অভিযুক্তকে।
পুলিশ সূত্রে খবর, ধৃত মহম্মদ গালিব বিহারের বাসিন্দা । অভিযোগ, শনিবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল সে। এয়ার এশিয়ার বিমানে চড়ে বেঙ্গালুরুতে যাওয়ার কথা ছিল তার। সেই সময় ব্যাগ তল্লাশির করতে গিয়ে সিআইএসএফ জওয়ানরা তার ব্যাগ থেকে চার রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করে বলে জানা গিয়েছে। কী কারণে বিমানে কার্তুজ-সহ যাচ্ছিল সে, তা এখনও জানা যায়নি। মহম্মদ গালিব এর আগেও কোনও অপরাধমূলক কাজ করেছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২৪ ঘণ্টা আগে ডলার-সহ বিমানবন্দর থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১ কোটি ৮২ লক্ষ টাকা মূল্যের ডলার বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। ওই তিনজন হাওড়া এবং উত্তরপ্রদেশের বাসিন্দা। এদের সঙ্গে অভিযুক্তর কোন যোগসাজশ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।