উত্তর ২৪ পরগনার বসিরহাট জেলার বসিরহাট থানার ভারত বাংলাদেশের ঘোজাডাঙ্গা সীমান্তের উত্তরপাড়ার ঘটনা। বছর ৪৬ এর আজিজ গাজি নামে ওই গ্রামের বাসিন্দার বাড়িতে বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে ১৫৩ নম্বর ব্যাটেলিলিয়নের সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা গিয়ে তল্লাশি চালায়।
সেখানে দেখা যায় বিপুল পরিমাণে বাংলাদেশী টাকা মজুদ করা হয়েছে। সেই বাড়ি থেকে উদ্ধার হওয়া বাংলাদেশী ৫০০ ও ১০০০ টাকার নোটের বান্ডিল, টাকার পরিমান প্রায় ২২লক্ষ টাকা। প্রথমে তাকে আটক করে তারপর বাংলাদেশী টাকা সহ আজিজকে সীমন্তরক্ষী বাহিনী বসিরহাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতকে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। ১০ দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে বসিরহাট থানার পুলিশ।
কি করে ওই ২২ লক্ষ টাকা নিজের ঘরে মজুদ করে রেখেছিল ওই ব্যক্তি, এগুলো অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্য ছিল কিনা, নাকি বাংলাদেশ থেকে বিএসএফের চোখে ধুলো দিয়ে ভারতে আনা হয়েছে? পুরো বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। এর সঙ্গে আন্তর্জাতিক টাকা পাচার চক্রের যোগসূত্র আছে কিনা তার তদন্ত শুরু করেছে বিএসএফ।