আন্তর্জাতিক

‘‌দারিদ্র্যের কবলে পড়বে ভারতের শ্রমিকরা’‌

অসংগঠিত শ্রমিকদের মধ্যে প্রায় ৪০ কোটি দারিদ্র্য সীমার নীচে নেমে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ। অর্থনীতিতে করোনার প্রভাবে সারা বিশ্বে সাড়ে ১৯ কোটি চাকরি চলতি বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে উবে যাবে। যা গোটা পৃথিবীর মোট কাজের সময়ের ৬.৭ শতাংশ।
কোভিড–১৯ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ ওয়ার্ক জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী সবথেকে ভয়াবহ বিশ্ব সঙ্কট। আইএলও ডিরেক্টর জেনারেল গাই রাইডার বলেন, ‘উন্নত ও উন্নয়নশীল দেশগুলিতে শ্রমিক ও ব্যবসা এখন উভয়েই বড় দুর্যোগের মুখোমুখি। সঠিক ও জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিলে তবেই বাঁচা ও মরার মধ্যে পার্থক্য নিশ্চিত করা সম্ভব হবে।’
বিশ্বজুড়ে ২০০ কোটি মানুষ অসংগঠিত ক্ষেত্রে কর্মরত এবং তাঁরাই বিশেষ করে বিপদের মধ্যে রয়েছেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কোভিড–১৯–এর বিপদ এখনই কয়েক কোটি শ্রমিকের উপর পড়েছে। রিপোর্ট বলছে, ‘ভারত, নাইজেরিয়া এবং ব্রাজিলে লকডাউন ও অন্যান্য বাধার ফলে ক্ষতিগ্রস্ত অসংগঠিত কর্মীদের সংখ্যা বিরাট। ভারতে মোট ৯০ শতাংশ কর্মীই অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন। তাঁদের মধ্যে প্রায় ৪০ কোটি কর্মী এই সঙ্কটের ফলে আরও বেশি দারিদ্র্যের কবলে পড়তে পারেন।’
আরব দেশগুলিতে ৫০ লক্ষ, ইউরোপে ১ কোটি ২০ লক্ষ এবং এশিয়া ও প্যাসিফিকে সাড়ে ১২ কোটি স্থায়ী কর্মী কাজ হারাতে পারেন বলে আশঙ্কা আইএলও–র। যে সমস্ত ক্ষেত্রে চাকরি যেতে পারে সেগুলির মধ্যে রয়েছে, হোটেল, রেস্তোরাঁ, ম্যানুফাকচারিং, খুচরো ব্যবসা প্রমুখ।