Howrah, kolkata and North 24 parganas are under red jone. Mamata declayerd that the Corona condition of Howrah is very bad.Stop contamination by anyway.
রাজ্য লিড নিউজ

‘‌কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা রেড জোন’‌

হাওড়ার পরিস্থিতি খুব স্পর্শকাতর। হাওড়া ও কলকাতার বেশ কিছু জায়গায় পূর্ণ লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুরসভার কিছু ওয়ার্ড, হাওড়ার কিছু এলাকা এবং উত্তর ২৪ পরগনা কোভিড–১৯ সংক্রমণের রেড জোনে পড়েছে। শুক্রবার বিকেলে নবান্নের সভাঘরে জেলাশাসক, এসপি, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং–এ এটাই বললেন মুখ্যমন্ত্রী।
ভিডিও কনফারেন্স বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, হাওড়ার পরিস্থিতি খুব খারাপ। যে কোনওভাবে সংক্রমণকে ঠেকাতে হবে। প্রয়োজন পড়লে হাওড়ায় বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। আগামী ১৪ দিনের মধ্যে হাওড়াকে অরেঞ্জ জোনে আনতে হবে বলে জেলা প্রশাসনকে সতর্ক করেন তিনি। হাওড়াবাসীর কাছে তাঁর আবেদন, করোনাকে ঠেকাতে ভালভাবে লকডাউন মানুন।
তাঁর কড়া নির্দেশ, ‘‌লকডাউনে কেউ বাইরে বেরবেন না। বাজারে যেন ভিড় না দেখি।’‌ আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, এবং ঝাড়গ্রাম জেলায় এখনও কোভিড–১৯ সংক্রমণের খবর মেলেনি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ওষুধ এবং চিকিৎসা সামগ্রী যেন নিয়মমতো চিকিৎসা কর্মীদের হাতে পৌঁছয় সেদিকে লক্ষ্য রাখতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বাজারে যেতে গেলে সব নিয়ম মানতে হবে। চেষ্টা করুন বাড়ি থেকে কম বেরনোর। মেদিনীপুর, আসানসোল রেড জোন থেকে অরেঞ্জ জোনে চলে এসেছে। উত্তর ২৪ পরগনাকেও অরেঞ্জ জোনে আনতে হবে। তবে শিলিগুড়িতেও কড়া নজরদারি প্রয়োজন বলে জেলা প্রশাসনকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।