লিড নিউজ

‘‌৩৭০ ধারা সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে’‌

এক দেশ, এক পরিচয়। জাতীয় একতা দিবসে আরও একবার দেশের ঐক্য বজায় রাখার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪ তম জন্মদিবস। এদিন সকালে দিল্লিতে লৌহপুরুশের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অন্যদিকে গুজরাটের কেভাডিয়ায় এক বছর আগে উন্মোচিত হওয়া সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি স্ট্যাটু অফ ইউনিটিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৮৭৫ সালের ৩১ অক্টোবর গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। ক্ষমতার আসার পর এই দিনটিকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালন করছে বিজেপি।
প্রধানমন্ত্রী এদিন দাবি করেন, দেশের অখণ্ডতা নষ্ট করার সব চেষ্টা ব্যর্থ হবে। অনুচ্ছেদ ৩৭০ ধারা জম্মু–কাশ্মীরে শুধুই বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদের জন্ম দিয়েছে। গত তিন দশকে ৪০ হাজারেরও বেশি মানুষ সেখানে সন্ত্রাসবাদের বলি হয়েছেন। সেই অনুচ্ছেদ ৩৭০ ধারার দেওয়াল আজ ভেঙে ফেলা হয়েছে। দেশকে এক সূত্রে বাঁধার প্রথম কাজ শুরু করেন সর্দার প্যাটেল। আর সেই এক দেশ ও ভারতীয় হওয়ার গৌরব চারদিকে ছড়িয়ে পড়ে। যার হাত ধরেই গড়ে উঠবে একক ভারত। সারা বিশ্ব ভারতের কথা শোনে তার কারণ ভারত একক রাষ্ট্র। বিবিধতার মধ্যেও ভারত বিশ্বের অর্থনীতিতে ধীরে ধীরে এগিয়ে চলেছে।
কেভাডিয়ার সভামঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘‌সর্দার প্যাটেল সব সময়েই উদ্দেশ্য, লক্ষ্য এবং প্রচেষ্টার ঐক্যের কথা বলেছেন। আজ থেকে দেশের বিভিন্ন শহর ও গ্রামে রান ফর ইউনিটি প্রকল্পের সূচনা হচ্ছে। দশকের পর দশক সংবিধানের এই ধারা দেশের মানুষের মধ্যে একটা অস্থায়ী প্রাচীর গড়ে তুলে ছিল। যা বৃহস্পতিবার সম্পূর্ণভাবে লোপ করা হল। সর্দার প্যাটেলেরও এই স্বপ্ন ছিল।’‌
৫ আগস্ট সংসদে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, সেই সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত লৌহপুরুষকে এদিন অর্পণ করেন মোদী। এবার ধীরে ধীরে উপত্যকায় রাজনৈতিক স্থিরতা আসবে বলেও তিনি জানান। একইসঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে যাওয়ায় জম্মু–কাশ্মীর এবং লাদাখের সরকারি কর্মচারীরা সপ্তম পে কমিশনের সুবিধা পাবেন।