মঙ্গলবার কংগ্রেস ছাড়ার পর বুধবার বিজেপিতে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জে পি নাড্ডার হাত থেকে গেরুয়া পতাকা নিয়ে সরকারিভাবে বিজেপিতে নাম লেখালেন দীর্ঘদিনের কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। জ্যোতিরাদিত্যকে বিজেপিতে স্বাগত জানিয়ে নাড্ডা জনসংঘ গঠনে রাজমাতা বিজয়া রাজে সিন্ধিয়ার অবদান মনে করিয়ে দেন।
তারপর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, দুটো তারিখ। তাঁর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ৩০ সেপ্টেম্বর ২০০১। তিনি তাঁর বাবা মাধবরাও সিন্ধিয়াকে হারিয়ে ছিলেন। অন্যটি ১০ মার্চ ২০২০। তাঁর বাবার জন্মদিনে জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিলেন। এই দুই তারিখ তাঁর জীবনকে আমূল বদলে দিয়েছে। বুধবার বিকেল ৩টে নাগাদ বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগদান দিয়ে এই কথাই বলেন তিনি।
তিনি আরও বলেন, আজকের কংগ্রেসের সঙ্গে আগের কংগ্রেসে অনেক পার্থক্য রয়েছে। মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার কোনও উন্নয়ন করতে পারেনি। কমলনাথের সরকার দুর্নীতি ও অপরাধকে প্রশ্রয় দিয়ে চলেছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের হয়ে কাজ করার জন্য বিজেপি সঠিক প্ল্যাটফর্ম বলেও মন্তব্য সিন্ধিয়ার। তাঁর কথায়, কংগ্রেস আগের মতো আর নেই। বরাবরই বাস্তবকে অস্বীকার করেছে কংগ্রেস। জড়তাকে আঁকড়ে ধরে চলা, নতুন ভাবনা এবং তরুণ নেতৃত্বকে মান্যতা না দেওয়ার অভিযোগ আনেন জ্যোতিরাদিত্য। নাম না করে কমলনাথের কংগ্রেসের উপর কার্যত ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ২০১৮ সালে যে স্বপ্ন নিয়ে রাজ্যে ক্ষমতায় আসি, মাত্র ১৮ মাসেই ভেঙে গিয়েছে সেই স্বপ্ন। কৃষকদের ১০ দিনে মধ্যে ঋণ মুকুব করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ তা পূরণ হয়নি। ভারতের ভবিষ্যত নরেন্দ্র মোদীর হাতে সুরক্ষিত।