আন্তর্জাতিক

‘‌মিসাইল হামলা সপাটে থাপ্পড় ছিল’‌

সেনাপ্রধান সোলেমানির হত্যার বদলা নিয়ে ইরাকে মার্কিন সেনার ব্যবহৃত ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। তেহরানের দাবি, হামলায় ৮০ মার্কিন জঙ্গি নিহত হয়েছে। যদিও হামলায় কোনও মার্কিন নাগরিকের ক্ষতি হয়নি বলে পালটা দাবি করেছে ওয়াশিংটন। তারপরই ফের একবার হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁর হুমকি, ‘‌এটা তো শুধু আমেরিকার গালে থাপ্পড় ছিল। বদলা এখনও বাকি।’‌ পশ্চিম এশিয়া থেকে অবিলম্বে আমেরিকার অস্তিত্ব মুছে ফেলতে হবে বলেও জানিয়ে দিলেন তিনি।
ঠিক কী বলেছেন খামেনেই?‌ সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘গত রাতে সপাটে থাপ্পড় কষিয়েছি। তবে শুধুমাত্র সামরিক আক্রমণই যথেষ্ট নয়। সমগ্র পশ্চিম এশিয়া থেকে আমেরিকার বিষাক্ত উপস্থিতি মুছে ফেলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জেনারেল কাসেম সোলেমানিকে সন্ত্রাসবাদী তকমা দিতে চেয়েছিল আমেরিকা। আরও শক্তিশালী হয়ে উঠুন। যাতে শত্রুরা ক্ষতি করতে না পারে। আমেরিকা কিন্তু ইরানের সঙ্গে শত্রুতা মেটাবে না।’‌
এদিকে, ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে ইরানের হামলার নিন্দা করেছে ব্রিটেন ও জার্মানি। তবে ইরাকের সিদ্ধান্তের প্রশংসা করেন আয়াতোল্লা। তিনি জানান, আমেরিকা চায় ইরাক আগের মতো তাদের অনুগত হয়ে থাকুক। যাতে ইরান এবং সৌদি আরবের মতো একটি তেল সমৃদ্ধ দেশের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকে এবং সময় মতো যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারে। অন্যদিকে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি চেগেনি সংবাদসংস্থাকে জানান, আমরা যুদ্ধকে সমর্থন করি না। আমরাও শান্তি চাই। মার্কিন–ইরান পরিস্থিতিতে ভারত যদি শান্তি প্রক্রিয়া মধ্যস্থতা করে, ইরান তা স্বাগত জানাবে।