মঙ্গলবারের ঘোষণার পরই এবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসীর বাসিন্দাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা নিয়ে নিজের বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘আজ মহাভারতের যুদ্ধের থেকেও কঠিন যুদ্ধ। মহাভারতের যুদ্ধ জিততে ১৮ দিন লেগেছিল। করোনা–জয়ে লাগবে ২১!’ আর এই মন্তব্য নিয়ে নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
তিনি কাশীর প্রসঙ্গ নিয়ে এসে বলেন, ‘এই সংকটের মুহূর্তে কাশী সবাইকে পথ দেখাতে পারে। কাশী সবাইকে শেখাতে পারে সংযম, সংবেদনশীলতা, সহনশীলতা, শান্তি, সাধনা, সেবা, সমাধান।’ বুধবার বারাণসীর বাসিন্দাদের তিনি বলেন, ‘চিকিৎসক–স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীরা এখন ভগবানের রূপ। তাঁদের এখন কোনও জায়গায় কোনও অসুবিধায় পড়লে বাকিরা তাঁদের পাশে দাঁড়াবেন।’ এদিন ডাক্তার–স্বাস্থ্যকর্মীদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন নরেন্দ্র মোদী।
তিনি জানান, ২১ দিনে এই যুদ্ধজয় করব। সোশ্যাল ডিসটেনসিং খুব জরুরি। তবে করোনার জবাব দেব করুণা দিয়ে। গরীবদের পাশে দাঁড়ালেই তা সম্ভব। হোয়াটসঅ্যাপ নম্বর ৯০১৩১৫১৫১৫–এর মাধ্যমে সেবার সঙ্গে জুড়ুন সকলে। নমস্তে লিখলেই সঙ্গেসঙ্গে উত্তর পাবেন। প্রতিটি রাজ্য সরকার নিজেদের রাজ্যের মানুষের নিশ্চয় খেয়াল রাখছেন। এই লড়াই আমরা জিতবই।