ব্রেকিং নিউজ

‘‌বিভাজনের রাজনীতি করছে বিজেপি’‌

সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি–র প্রতিবাদে আজ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে সিমলায় বিবেকানন্দের বাড়ির সামনে থেকে শুরু হয়ে বিধান সরণি হয়ে বেলেঘাটার গান্ধী ভবনে যায় মিছিল। মমতা এদিন মিছিলের শুরুতেই বিজেপিকে আক্রমণ করে বলেন, ধর্মের ভিত্তিতে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। তৃণমূলের প্রতিনিধিদের লখনউতে যেতে দেওয়া হয়নি। অথচ বিজেপি’‌র একজন প্রতিনিধি নিন্দা করে বেড়াচ্ছেন।
বাংলায় নাগরিকত্ব আইন বলবৎ করা হবে না। কারণ ধর্ম নিয়ে খেলছে বিজেপি।
এদিন মিছিল থেকে তিনি বলেন, ‌স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন সারা দেশে এনআরসি হবে, তখন প্রধানমন্ত্রী বলছেন যে তাঁরা নাকি এরকম কথাই বলেননি। বিজেপি’‌র পাতা ফাঁদে কেউ পা দেবেন না। বিজেপিশাসিত উত্তরপ্রদেশ এবং কর্নাটকে আগুন জ্বলছে। ঝাড়খণ্ডের মানুষ বিজেপিকে জবাব দিয়েছে। দেশ জুড়ে বিজেপি’‌র বিরুদ্ধে আন্দোলন চলছে।
এই আন্দোলন দেশের অধিকার রক্ষার আন্দোলন। লখনউ বিমানবন্দরে তৃণমূল প্রতিনিধি দলের আটকে থাকার প্রসঙ্গ তুলে নাম না করে জে পি নাড্ডাকে কটাক্ষ করে মমতা বলেন, পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই সোমবার মিছিল করতে পেরেছিলেন বিজেপি’‌র নেতা। অহংকার–ঔদ্ধত্বের ফলেই বিজেপি’‌র পরাজয়। স্বরাষ্ট্রমন্ত্রী– প্রধানমন্ত্রী দু’জনেই মিথ্যে কথা বলছেন।
মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘেরাও হন রাজ্যপাল। তখন রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন তিনি। সেই প্রসঙ্গে রাজ্যপালকেও নাম না করে কটাক্ষ করে মমতা বলেন, একটা বাঁকা লোক আবার রাজ্যের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন রাজ্যের অবস্থা খারাপ। মতুয়াদের সামনে রেখে বিজেপি’‌র মিছিলকেও কটাক্ষ করেন মমতা। মতুয়ারা এদেশেরই নাগরিক সেকথা স্পষ্ট করে তিনি উল্লেখ করেন, তাঁর সরকারের আমলেই মতুয়াদের জন্য উন্নয়ন পর্ষদ হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে। মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার নাম করে অপপ্রচার চালাচ্ছে বিজেপি।