অর্থনীতির টালমাটাল পরিস্থিতি কাটাতে ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনিয়োগ টানতে তাঁর সরকারের গত ৬ বছরের খতিয়ান রবিবার এক বাণিজ্য সম্মেলনে তুলে ধরলেন তিনি। আর্থিক পরিবর্তন ও উন্নয়নের জেরে বর্তমানে ভারতে আমলাতান্ত্রিক ধারায় কাজের পরিবেশ বন্ধ হয়েছে। তাই এই পরিস্থিতিই হল আদর্শ সময় ভারতের বাজারে বিনিয়োগ করার জন্য। এশিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির ষোড়শ সম্মেলনে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বলেন, ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির পথে এগোচ্ছে দেশ।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, গত পাঁচ বছরে দেশের কর ব্যবস্থায় আমুল পরিবর্তন এসেছে। ফলে দেশের অর্থনীতি আলাদা গতি পেয়েছে। করের জন্য অহেতুক হয়রানি অনেকাংশে হ্রাস পেয়েছে। ভারত বর্তমানে সাধারণের জন্য অতি সাধারণ কর ব্যবস্থা গড়ে তুলেছে। এফডিআই–এর বলে বৈদেশিক লগ্নি অনেক সহজ হয়েছে। আর্থিক দুর্নীতি অনেকাংশে হ্রাস পাওয়ায় সরল বাণিজ্যিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর ২ লক্ষ কোটি ডলার অর্থনীতি ছিল। যা গত পাঁচ বছরে বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষ কোটি ডলার বলে দাবি প্রধানমন্ত্রীর। কিন্তু এত কম সময়ে ৫ লক্ষ কোটি ডলার অর্থনীতিতে পৌঁছতে গেলে অন্তত ৮–এর বেশি জিডিপি প্রয়োজন। যেখানে এখন জিডিপি নেমে এসেছে ৬-র নীচে। ২০২৪ সালের মধ্যে ওই লক্ষ্যমাত্রা পৌঁছনো যাবে কিনা তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী যখন জিএসটি নিয়ে গর্ব অনুভব করছেন ঠিক তখনই অর্থনীতির বেহাল দশার মধ্যেই মোদী সরকারের দুশ্চিন্তা বাড়ল জিএসটি নিয়ে। পণ্য পরিষেবা কর আদায়ে এই অক্টোবরে জোর ধাক্কা খেয়েছে মোদী সরকার। প্রতি মাসে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল ১০০ হাজার কোটি টাকা। কিন্তু এবার তা থমকে গেল ৯৫ হাজার কোটিতেই।