লিড নিউজ

‘‌প্রয়োজন হলে সীমান্তে পেরিয়ে মারব’‌

ফের চরম হুঁশিয়ারি পাকিস্তানকে। আর হুঁশিয়ারি দিলেন স্বয়ং সেনাপ্রধান বিপিন রাওয়াত। ফলে পাকিস্তান যে আরও চাপের মধ্যে পড়ল তা এককথায স্বীকার করতেই হয়। জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই তার বিরোধিতা শুরু করেছে পাকিস্তান। সীমান্তে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। তাই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত বলেন, ‘‌অনেক লুকোচুরি খেলা হয়েছে। প্রয়োজন পড়লে সীমান্ত পেরিয়ে ঢুকে মারব।’‌
রবিবার ছিল সার্জিক্যাল স্ট্রাইকের তৃতীয় বর্ষপূর্তি। এখানে সেনাপ্রধান বলেন, ‘‌এবার থেকে আর লুকোচুরি খেলা চলবে না। যদি দরকার পড়ে, আমরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে মারব। সেটা আকাশপথে হতে পারে, স্থলপথে হতে পারে কিংবা দু’ভাবেই হতে পারে।’‌ এতবড় হুঁশিয়ারি আগে কখনও পায়নি পাকিস্তান। বারবার সীমান্তে যে উত্তেজনা তৈরি হয়েছে তার জন্য পাকিস্তানকেই দায়ী করে সেনাপ্রধান বলেন, ‘‌ভারত সরকার জম্মু–কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা বিলোপ করার পর থেকেই জেহাদ ঘোষণা করেছে ইসলামাবাদ। পাকিস্তান ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালাচ্ছে। আমরা তা বরদাস্ত করব না।’‌