সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে মঙ্গলবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল রাজধানী। এদিন সকালে মৌজপুর এবং ব্রহ্মপুরীতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরকে লক্ষ্য করে শুরু হয় পাথরবৃষ্টি। জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেলও। হিংসা রুখতে দিল্লিতে নামানো হতে পারে সেনা। রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়াল এবং লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল এবং দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ককে নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই এমন বার্তা দেন তিনি বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে নিজের বাসভবনে স্থানীয় বিধায়ক ও আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দিল্লি পুলিশও। সিএএ সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চরম আকার ধারণ করায় পাঁচটি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে স্কুল। একাধিক জায়গায় জারি হয়েছে ১৪৪ ধারা। অমিত শাহের সঙ্গে বৈঠক শেষে কেজরিওয়াল জানান, সকলেই চান হিংসা বন্ধ হোক। তাই আজ বৈঠক ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক ভালই হয়েছে। শহরে শান্তি ফেরাতে সব রাজনৈতিক দল একজোট হয়ে কাজ করবে। প্রয়োজনে সেনাও নামানো হতে পারে।
ভারত–আমেরিকার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর নিয়ে যখন কথা চলছে তখন হিংসায় সাত জন প্রাণ হারিয়েছেন বলে খবর। এহেন পরিস্থিততে দিল্লির হিংসা নিয়ে উদ্বিগ্ন সাউথ ব্লক। গতকাল মধ্যরাতেই এই নিয়ে দিল্লি পুলিশের শীর্ষ আধিকারিদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। যে এলাকায় হিংসা দেখা দিয়েছে, সেখানকার বিধায়কদের নিয়ে বৈঠক করেন কেজরিওয়ালও। তবে গোটা ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন কেজরিওয়াল।
