লিড নিউজ

‘‌প্রকৃত ভারতীয়দের নাম বাদ পড়েছে’‌

ফের ক্ষোভ উগড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাগরিকপঞ্জি নিয়ে শনিবার তিনি ক্ষোভপ্রকাশ করেছিলেন। এবার রবিবার তা পৌঁছে দিলেন উচ্চগ্রামে। অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণ তালিকা প্রকাশের পর তিনি বলেছিলেন, অসমে বাঙালিদের নাম অসৎ উদ্দেশ্যে এনআরসি তালিকা থেকে বাদ পড়েছে। আর রবিবার তিনি টুইট করে বলেন, প্রকৃত ভারতীয়দের নামও বাদ পড়েছে এই তালিকা থেকে।
রবিবার সকালে পরপর তিনটি টুইট করেন মুখ্যমন্ত্রী। প্রথম টুইটে তিনি লেখেন, ‘‌আগে আমি এনআরসি’‌র সব কিছু নিয়ে ওয়াকিবহাল ছিলাম না। এই তালিকা থেকে এক লাখের উপর গোর্খার নাম বাদ পড়েছে। এই ঘটনায় আমি অবাক এবং মর্মাহত হয়েছি।’‌
দ্বিতীয় টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‌আসলে হাজার হাজার প্রকৃত ভারতীয়দের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে। তার মধ্যে অনেক সিআরপিএফ এবং সেনাবাহিনীর অন্যান্য জওয়ানরা রয়েছেন। প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদের পরিবারের সদস্যদের নামও বাদ পড়েছে এই তালিকা থেকে।’‌
আর তৃতীয় টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌সরকারের উচিত যে প্রকৃত ভারতীয়রা এই তালিকা থেকে বাদ পড়েছেন তাঁদের দিকে লক্ষ্য রাখা। প্রকৃত ভারতীয় ভাই–বোনদের ওপর যাতে সুবিচার হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত সরকারের।’‌
বাংলার মুখ্যমন্ত্রীর এই পরপর টুইট বাঙালি এবং জাতীয়তাবাদের আবেগকে নাড়া দিল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তিনি বরাবরই এই নীতির বিরোধী। সেখানে ১৯ লক্ষ নাগরিকের নাম বাদ পড়েছে নাগরিকপঞ্জির দৌলতে। যা তিনি মেনে নিচ্ছেন না বলেই খবর।