ব্রেকিং নিউজ

‘‌দেশজুড়ে এখনই এনআরসি নয়’‌

প্রবল চাপের মুখে পড়ে এনআরসি নিয়ে সংসদে লিখিত বিবৃতি দিতে বাধ্য হল সরকার। মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ব্যাকফুটে গিয়ে জানালেন, দেশজুড়ে নাগরিকপঞ্জি তৈরির করার কোনও পরিকল্পনা নেয়নি সরকার। এনআরসি কী দেশজুড়ে হতে চলেছে? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লোকসভায় লিখিতভাবে জানান, ‘‌জাতীয় স্তরে এনআরসি তৈরি করার কোনও সিদ্ধান্ত এখনও পর্যন্ত নেয়নি সরকার।’‌
কখনও অমিত শাহ কখনও প্রধানমন্ত্রীর বিবৃতিতে এনআরসি কার্যকর করা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল দেশজুড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর বয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বয়ানের কোনও মিল পাওয়া যাচ্ছিল না। দিল্লি ভোটের মুখে সেই সমস্যার অবসান ঘটানোর চেষ্টা করল সরকার। যে অ–বিজেপি রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তাঁদের রাজ্যে ওই দু’টি আইন তাঁরা কার্যকর হতে দেবেন না। সরকারি সূত্রের খবর, তাঁদের বোঝাতে এখন ব্যস্ত হয়ে পড়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আইনের খসড়া প্রকাশের আগে তাঁদের পাশে পাওয়ার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। তার ফলে, আইনের খসড়া প্রকাশে দেরি হচ্ছে।
মঙ্গলবার সিএএ নিয়ে প্রবল হই–হট্টগোল শুরু করে বিরোধীরা। কংগ্রেসের নেতৃত্বে বিরোধী দলের সাংসদের প্রতিবাদে লোকসভার কাজ চালানো দুষ্কর হয়ে যায় স্পিকারের পক্ষে। বাধ্য হয়েই সভার কাজ মুলতুবি করে দিতে হয়। স্পিকার বলেন, সিএএ ইস্যুতে খোদ অমিত শাহ সংসদে দাঁড়িয়ে এই নিয়ে বক্তব্য রাখবেন। তার পরেও শান্ত হয়নি বিরোধীরা। প্রধানমন্ত্রীর বিবৃতিরও দাবি তোলেন তাঁরা।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ বলেছেন, ‘সিএএ নিয়ে অনেক রাজ্যেরই উদ্বেগ রয়েছে। বিজেপি এবং অ–বিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। তাঁদের আতঙ্ক যে অমূলক, সেটা বোঝানোর চেষ্টা করছি। সরকারের অবস্থানটাও তাঁদের বোঝানোর চেষ্টা হচ্ছে।’