দেশ

‘‌দিল্লি হবে লন্ডন–প্যারিসের মতো’‌

কলকাতাকে লন্ডন বানানোর কথা বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা হয়েছি কি হয়নি সে বিতর্কে যাওয়ার দরকার নেই। কিন্তু আবার এমন দাবি উঠেছে নয়াদিল্লি থেকে। এদিকে সামনেই দিল্লির বিধানসভা নির্বাচন। তার প্রাক্কালেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করলেন, আম আদমি পার্টিকে ফের জিতিয়ে ক্ষমতায় আনলে নয়াদিল্লিকে লন্ডন–প্যারিস–টোকিও’‌র মতো করে গড়ে তোলা হবে।
শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুত্‍ এবং জলের ক্ষেত্রে গত পাঁচ বছরে দিল্লির উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেন দিল্লির মুখ্যমন্ত্রী। দিল্লির অবৈধ কলোনিগুলির উন্নয়ন করা হয়েছে। কেজরিওয়াল দাবি করেন যে গত পাঁচ বছরে দিল্লির সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের ছাড়িয়ে গিয়েছে।
অন্যদিকে সরকার নিখরচায় পড়ুয়াদের জন্য কোচিং ও প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করেছে। বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেওয়া হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু করা হয়েছে। কোনও গ্যারান্টি ছাড়া একজন ছাত্র পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে বলেও জানান কেজরিওয়াল। তাই ফের ক্ষমতায় আনতে দিল্লিকে লন্ডন–প্যারিস–টোকিও’‌র মতো ঝাঁ চকচকে করে তোলার অঙ্গীকার করলেন তিনি। এখন এই ঘোষণার পর ভোটবাক্স কতটা ভরে এখন সেটাই দেখার।