দিল্লির হিংসা ‘পরিকল্পিতভাবে গণহত্যা’ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই স্বৈরাচারী সরকারকে দেশ থেকে বিদায় না দেওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবেন তিনি। সোমবার সকালে নেতাজি ইন্ডোরে দু’মাসব্যাপী দলের নতুন কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’–র সূচনা করে এই কথা বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।
তাঁর আক্রমণের ভাষায় আগাগোড়া ছিল বিজেপি। কলকাতায় অমিত শাহের সভায় গোলি মারো স্লোগান নিয়েও রাজ্য যে কঠোর অবস্থান নিতে চলেছে তা স্পষ্ট করে দেন তৃণমূল নেত্রী। তিনি জানান, এটা দিল্লি নয়, কলকাতা। গোলি মারো কথাটা বেআইনি, দানবিক। তাই যে বা যারা এটা বলেছে, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজনকে ছাড়া হলে আরও অনেকে সাহস পায়। ওরা বলছে গদ্দারকে গোলি মারো। গদ্দার কে, তা তো ঠিক করে দেবে মানুষ। দিল্লিতে পরিকল্পিতভাবে গণহত্যা করা হয়েছে। সেই জন্যই এতগুলো লোক মারা যাওয়ার পরও এখনও সেই ইন্ধন জোগানো বিজেপি নেতাদের গ্রেপ্তার করা হল না।
নাম না করে বিজেপি নেতাদের ঔদ্ধত্যকে তিরবিদ্ধ করে দলের নেতা, কর্মীদের প্রতি তাঁর বার্তা, ‘আরও নম্র এবং বিনয়ী হতে হবে। অহংকার ভেঙে মানুষের আরও কাছে পৌঁছতে হবে। আমরা যেন কখনও ঔদ্ধত্য না শিখি ওদের কাছ থেকে। আমরা যেন মানুষকে মানুষ বলে ভাবি। ঘৃণা করতে না শিখি।’ কলকাতা সফরে এসে অমিত শাহ বলেছেন, পরবর্তী বিধানসভা নির্বাচনে বিজেপি জিতবে এবং কোনও ভূমিপুত্রকেই মুখ্যমন্ত্রী করা হবে। জবাবে মমতা বলেন, এ গুলো কী কথা? আমরা কী ভূমিপুত্র না? আপনারা ভূমিপুত্র না? এনআরসি করে আমাদের কি তাড়িয়ে দেবে ভেবেছে? তিনি বলে গেলেন, বাংলা দখল করবেন। এখনও পর্যন্ত যে যে রাজ্য দখল করেছেন সেখানে আর মানুষের কথা বলার অধিকার নেই।